ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে নিহত হয়েছেন বাসের হেলপার। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।
নগরীর চায়না মোড় এলাকায় আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের উপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার মঞ্জুরুল হাসান । অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন । স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ধারণা করা হচ্ছে , গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে । দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আহত অবস্থায় ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ৭ জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে।
 
                                                                         
                                                                         
                             
                             
                                 
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment