দেশে আবারও চোখরাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে । একই সঙ্গে সুস্থ হয়েছেন আরও ছয়জন। এর ফলে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৩ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় তিনজনের দেহে এর দশ দিন পর ১৮ মার্চ, দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের । করোনা মহামারির তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্টে , দু’দিনেই মারা যান ২৬৪ জন।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment