খুলনার রুপসা উপজেলায় আঠারবেকি নদীর চর থেকে নৌ পুলিশ উদ্ধার করেছে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ।
সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের শ্রীফলতলা মসজিদের সন্নিকটে রনি ব্রিকসের কাছে আঠারবেকি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, বিকেলে আঠারবেকি নদীর চরে পড়েছিল মরদেহটি। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
ধারণা করা হচ্ছে- যুবককে আনুমানিক ৪-৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরনে কালো রঙের প্যান্ট ছিল এবং গায়ে কোনো জামা ছিল না। এবং মুখে চাপদাড়ি ছিল।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment