Home জাতীয় অপরাধ গরুর হাটে শ্বশুরকে কু’পিয়ে হত্যা করল জামাই
অপরাধআইন-বিচারজাতীয়

গরুর হাটে শ্বশুরকে কু’পিয়ে হত্যা করল জামাই

Share
Share

শুক্রবার (৬ জুন) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর হাটে শ্বশুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে জামাতা। এ ঘটনায় পালানোর সময় স্থানীয় জনতা ঘাতককে ধরে ফেলে । উপজেলার গোডাউন গরুর বাজারে কাপ্তাই সড়কের উপর এ ঘটনা ঘটে।
খুনের শিকার ওসমান গণি (৫২) উপজেলার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। অন্যদিকে ঘাতক জামাতা মোহাম্মদ হোসেন (৪০) উপজেলার পূর্ব সরফভাটা ৮নং ওয়ার্ড আজলা বাপের বাড়ির মোহাম্মদ হাশেমের ছেলে। ঘটনার পর থেকে দীর্ঘ দেড় ঘণ্টা নিহতের মরদেহ সড়কে পড়ে ছিল।
পরে ঘটনাস্থলে পুলিশ এলে তারা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের ছোট ভাই আবদুর রহিম জানান, নিহত ওসমান গণির শিলক রাবার ড্যাম এলাকায় গরুর খামার রয়েছে। তারা শুক্রবার সকালে তিনটি গরু বিক্রির জন্য গোডাউন বাজারে আনেন। এর মধ্যে দুটি গরু বিক্রি হয়ে যায়। আরেকটি গরু বিক্রির সময় ঘাতক জামাতা এসে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। বিকাল ৫টার পর থেকে ৬টা পর্যন্ত মরদেহটি সড়কেই পড়ে ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নিহতের মেয়ে রিনা আক্তার (২২) জানান, ২০১৯ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। সংসারে ৬ ও ৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। নির্যাতন সইতে না পেরে গত বছরের ২০ সেপ্টেম্বর সে বাপের বাড়ি চলে যায়। এরপর জীবিকার তাগিদে সে ৯ এপ্রিল গার্মেন্টসে চাকরি নেয়। কোরবানির ছুটিতে বেতন-ভাতা হাতে ঈদ করার জন্য বাড়ি আসার পথে শুনলেন তার জামাইয়ের হাতেই খুন হলো তার বাবা।

বাজারের ইজারাদার মো. লিয়াকত আলীসহ উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের স্বাভাবিক কার্যক্রম সুন্দরভাবেই চলছিল। এর মধ্যে একজন গরু বিক্রি করতে আসা ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। সে পালানোর সময় ধাওয়া করে সবাই মিলে তাকে ধরে ফেলা হয়।

এরপর সিএনজিচালিত অটোরিকশা অফিসে বসালে হত্যাকারী জানায়, শ্বশুরকে মারার জন্য সে সারাদিন ধরে খুঁজছিল। পরে গোডাউন বাজারে এসেছে শুনে দা নিয়ে সেখানে আসে। দেখতে পেয়ে প্রথমে এটি একটি পাকা ওয়ালের সঙ্গে শান দেন। পরে শ্বশুরকে মাথায় ক্রমাগত আঘাত করে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা চালায়।

কেন হত্যা করেছে জানতে চাইলে সে বলে, সে দিনমজুরি করে। তুচ্ছ কারণে ঝগড়া করে তার স্ত্রী স্বর্ণ নিয়ে বাপের বাড়ি চলে যায়। যাওয়ার সময় দুই সন্তানের একজনকেও সঙ্গে নিয়ে যায়। এই নিয়ে স্থানীয় মেম্বারদের মাধ্যমে সমাধানের চেষ্টা চালায়। কিন্তু সমাধান হয়নি। গত বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে ছেলেকে দেখতে গেলে দেখতে না দিয়ে উল্টো তাকে মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে। তাই তাকে মারার আগেই সে নিজে শ্বশুরকে মেরে দিয়েছে বলে জানান।

তবে এসব কথা সে বানিয়ে বানিয়ে বলছে বলে দাবি করে নিহতের মেয়ে রিনা আক্তার জানান, সে উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্বশুরকে হত্যা করেছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই সুমন কবির মৃধা জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য । হত্যাকারীকেও আইনের আওতায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পাকিস্তান আইডল’ থিয়েটার রাউন্ড: কারা জিতবেন বিচারকদের হৃদয়?

পাকিস্তানের সবচেয়ে বড় সঙ্গীত অনুষ্ঠান ‘পাকিস্তান আইডল’ এবার থিয়েটার রাউন্ডে প্রবেশ করেছে। প্রতিযোগীরা তাদের গানের দক্ষতা ও আবেগ দিয়ে বিচারকদের মন জয় করার...

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প: নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রোববার গভীর রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে অন্তত সাত জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। খোলমের হিন্দুকুষ...

Related Articles

রাজধানীতে আজ আট ইসলামিক দলের পদযাত্রা

জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচটি দাবিতে জামায়াতে ইসলামীসহ...

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৪ট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মহালছড়ি উপজেলার বাজারে রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে...

বাগেরহাটে ভাড়া বাড়ি থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলায় রনবিজয়পুর গ্রামে ভাড়া বাড়ি থেকে সাদিয়া নামে এক গৃহবধূর...

হবিগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রী’কে খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরকীয়া সন্দেহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বালুর...