Home আঞ্চলিক রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। 
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। 

Share
Share

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে নেমে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার মরদেহ ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেছে

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান আনসারি বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১ টা ৫ মিনিটে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। ডুবে যাওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো। বুধবার দুপুর ১২টায় নিখোঁজ হয় দীপেন চাকমা।

বুধবার (৪ জুন) দুপুরে শহরের রাজবাড়ী ঘাট হয়ে আরও দুজন বন্ধুসহ হ্রদে নামে রাঙাামটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র দীপেন। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হ্রদে সাঁতার কাটতে কাটতে তিন বন্ধু মধ্য হ্রদে চলে যায়। পরে দুই বন্ধু লক্ষ্য করেন দীপেন চাকমা নেই। তাৎক্ষণিক পরিবারকে বিষয়টি অবহিত করলে তার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরের রাঙামাটির ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে তাদের সঙ্গে নৌবাহিনী ডুবুরি দলও যোগ দেয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান আনসারী বলেন, ‘আমাদের ডুবুরি দল দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে। আমাদের পাশাপাশি স্থানীয়রাও জাল ফেলে খোঁজাখুজি করে। পরে নৌবাহিনীর ডুবুরি দল আমাদের সঙ্গে যোগ দেয়। অনেক খোঁজাখুঁজির পরও দীপেন চাকমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে আলো স্বল্পতার কারণে স্থগিত করা হয় উদ্ধার অভিযান। বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করে দুপুর ১টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।’

রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. শাহেদউদ্দীন বলেন, ‘পানিতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। তার পরিবার এবং আমাদের সিনিয়রদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বাকি প্রক্রিয়া করা হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭ জনে দাঁড়িয়েছে

পাকিস্তানে জুন মাস থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে। নিহতদের মধ্যে ৩২৫ জনই প্রাণ হারিয়েছেন...

ফেনীতে চাচার বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফেনীর ফুলগাজীতে চাচার বিয়ের আনন্দঘন অনুষ্ঠান শোকে পরিণত হয়েছে। আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদুল ইসলাম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু...

Related Articles

গুম-খুনে দায়ী বাহিনী বিলুপ্তির দাবি ‘মায়ের ডাক’-এর

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত নিরাপত্তা বাহিনী বিলুপ্তি বা পুনর্গঠনসহ ১১ দফা...

সিলেটের লোভাছড়ায় পাথর স্থানান্তর ও পরিবহন সম্পূর্ণ বন্ধের নির্দেশ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে সব ধরনের পাথর স্থানান্তর ও...

মৃত্যুবার্ষিকীতে তারকাদের স্মরণে নায়করাজ রাজ্জাক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও দর্শকদের হৃদয়ের নায়ক আব্দুর রাজ্জাক। সবার কাছে...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে,...