বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে বিরাসার এলাকায় মাঝেমধ্যেই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। বুধবার ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডারবোঝাই করে যাচ্ছিল। এ সময় বিরাসার নির্মাণাধীন ফোর লেন সড়কের খানাখন্দে সিলিন্ডারবোঝাই ট্রাকটি উল্টে পড়লে তাতে আগুন ধরে যায়।
এরপর প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হতে থাকে একের পর এক সিলিন্ডার । কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায় বিস্ফোরণের বিকট শব্দে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে দমকল বাহিনীর দুই ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মহাসড়কের দুই পাশে। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
 
                                                                         
                                                                         
                             
                             
                                 
			             
			             
 
			         
 
			         
 
			         
 
			         
				             
				             
				            
Leave a comment