Home বিনোদন চলচ্চিত্র মুজিব নয়, এবার জিয়ার চরিত্রে অভিনয় করতে চান আরিফিন শুভ
চলচ্চিত্রবিনোদন

মুজিব নয়, এবার জিয়ার চরিত্রে অভিনয় করতে চান আরিফিন শুভ

Share
Share


‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে দেশজুড়ে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এক টাকার পারিশ্রমিক, পূর্বাচলে বরাদ্দ পাওয়া প্লট এবং রাজনৈতিক গুঞ্জন—সব মিলিয়ে গত বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে নিজের অবস্থান নিয়ে শুভ ছিলেন স্পষ্ট, বলেছিলেন—তিনি রাজনীতির বাইরের একজন মানুষ, আর তার পরিচয় কেবল একজন অভিনেতা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শুভ জানালেন, তিনি অভিনয়ে কখনো চরিত্র বেছে নেন না রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। তার ভাষায়, “আমি একজন পেশাদার অভিনেতা। পরিচালকের চোখে যদি উপযুক্ত মনে হই, আমি যেকোনো চরিত্রেই অভিনয় করব।” এমনকি তাকে যদি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রেও অভিনয় করতে বলা হয়, তিনি সেটিতেও প্রস্তুত।
শুভ উদাহরণ দেন আন্তর্জাতিক অঙ্গনের। বললেন, “বেন কিংসলে গান্ধীর চরিত্র করেছেন, মরগান ফ্রিম্যান ও ইদ্রিস এলবা ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন। তারা তো কোনো গোষ্ঠীর প্রতিনিধি হয়ে যাননি। তাহলে আমার ক্ষেত্রেই এমন প্রশ্ন ওঠে কেন?” তিনি যুক্তি দেন, একজন অভিনেতার কাজ কেবল অভিনয়—রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়।
‘মুজিব’ সিনেমায় শুভ অভিনয় করেছেন এক টাকার পারিশ্রমিকে, যেটি নিয়ে প্রশংসা যেমন হয়েছে, সমালোচনাও হয়েছে তীব্র। অনেকে অভিযোগ করেছেন, তিনি সুবিধা পাওয়ার জন্যই এই ভূমিকা গ্রহণ করেছেন। শুভ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন এমন ধারণা। তার ভাষায়, “আমি যদি টাকা না নিয়েও দেশের ক্ষতি না করি, তাহলে সেটা দোষ কীভাবে হয়? পারিশ্রমিক গ্রহণ করা না করা, এটা একান্তই একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত।”
অভিযোগ উঠেছিল, পূর্বাচলে রাজউকের জমি তিনি পেয়েছেন ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের বিনিময়ে। এই প্রসঙ্গেও শুভ জানান, শিল্পী কোটায় বহু আগে থেকেই অনেকেই প্লট পেয়েছেন, তাদের অনেকেই ‘মুজিব’ সিনেমার সঙ্গে সম্পৃক্ত নন। তার কথায়, “আমি যেভাবে নিয়ম মেনে আবেদন করেছি, সরকার নির্ধারিত অর্থ জমা দিয়েছি, বাকিরাও একইভাবে পেয়েছেন। অথচ আমার ক্ষেত্রে বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন সবই ছিল বিনিময়মূলক। এটা বিভ্রান্তি ছড়ানো ছাড়া কিছু নয়।”
শুধু ‘মুজিব’ নয়, সাম্প্রতিক সময়ে শুভর বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’ নিয়েও উৎসাহ রয়েছে। তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহায়। এছাড়াও অপেক্ষায় আছে ‘নূর’, ‘লহু’ ও ‘ঠিকানা বাংলাদেশ’সহ একাধিক সিনেমা।
সব বিতর্কের মাঝেও আরিফিন শুভ তাঁর অবস্থানে অটল—”রাজনীতি নয়, আমি অভিনয়টাই বুঝি, আর অভিনয়েই থাকতে চাই।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুরোনো বিমানবন্দরে ‘এয়ার শো’ দেখতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে আয়োজিত বিশেষ ‘এয়ার শো’ দেখতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। উৎসবমুখর পরিবেশে...

বিজয় দিবসকে ঘিরে দেশজুড়ে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল এবং বিজয় দিবস উপলক্ষে আয়োজিত...

Related Articles

বিয়ের পরও আইনি জটিলতা কাটেনি: ধর্ষণ মামলায় নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিয়ের শর্তে জামিন পেলেও শেষ পর্যন্ত আইনি জটিলতা এড়াতে পারলেন না বিতর্কিত...

ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন চিত্রনায়ক জায়েদ খান

ঢালিউডের আলোচিত অভিনেতা ও সাবেক শিল্পী সমিতির নেতা জায়েদ খান প্রথমবারের মতো...

ছাদ থেকে পড়ে ব্রাজিলিয়ান অভিনেতার মৃত্যু

বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে। নেটফ্লিক্স ও নিকেলোডিয়নের পরিচিত কণ্ঠশিল্পী ও জনপ্রিয়...

অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর বহুল আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

দীর্ঘ দেড় বছর সেন্সর জটিলতায় আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে...