সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি গুরুতর কোনো ঝগড়া নয় বরং খুনশুটির ছলেই হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়।
ম্যাকরন ঠাট্টা করে বলেন , স্ত্রীর সাথে রসিকতার মুহূর্তটি কোনো বৈশ্বিক বিপর্যয় নয়। এটি নিতান্তই একটি সাধারণ ঘটনা।
গতকাল সোমবার ফরাসি প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম পৌঁছান। এ সময়, উড়োজাহাজের দরজা খোলার সাথে সাথে ম্যাকরনের গালে লাল ড্রেস পরিহিত কেউ চপেটাঘাত করেন। ক্যামেরা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে ফের বিমানের ভেতরে ঢুকে যান তিনি। পরে যখন দুজন বেরিয়ে এলেন, তখন আর বুঝতে বাকি রইলো না লাল ড্রেসওয়ালা অন্য কেউ নন, তিনি প্রেসিডেন্টের স্ত্রী।
ক্যামেরায় বন্দি হওয়া এ দৃশ্য দ্রুত ছড়িয়ে পরলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে বিদ্রুপের ঝড় ওঠে। পরে অবশ্য ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন ঘটনাটি স্বাভাবিক করার চেষ্টা করেন। বের হয়ে ক্যামেরার দিকে হাত নেড়ে লুক দেন। কয়েকজনের সাথে করমর্দনও করেন।
Leave a comment