অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অনেকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৬ মে) স্থানীয় সময় ভোরে গাজা শহরের ফাহমি আল-জারজাউই স্কুলে বোমাবর্ষণ করে নেতানিয়াহু বাহিনী। স্কুলটি গাজার বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, বোমা হামলার ফলে স্কুলে লাগা আগুন উদ্ধারকারীরা নেভাতে সক্ষম হয়েছেন । হামলায় স্কুলটি প্রায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা রয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী মে মাসের শুরুতেই গাজায় হামলা জোরদার করেছে । গাজায় দুর্ভিক্ষের আশঙ্কার মুখে ইসরাইলকে সাহায্য সরবরাহের ওপর অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে।
রোববার (২৫ মে) গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। ফিলিস্তিনিদের এসব এলাকা থেকে চলে যেতে বলা হয়েছে।
Leave a comment