রাজধানীর বনানী ফ্লাইওভারে ট্রাকের চাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী । রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
বনানী ট্রাফিকের সার্জেন্ট সাগর কুমার ঘোষ জানান, এবিসি কোম্পানির রেডিমিক্স গাড়ির চাপায় তারা মারা গেছেন। গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক।মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও বনানী থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে।
Leave a comment