Home আন্তর্জাতিক ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়লো
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়লো

Share
Share

ভারত ও পাকিস্তান একে অপরের উড়োজাহাজ চলাচলের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার উভয় পক্ষই নতুন করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ইজারা নেওয়া কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

নির্দেশনায় বলা হয়, এই নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে যেকোনো উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে। কোনো ভারতীয় বেসামরিক বা সামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা তা অতিক্রম করতে পারবে না। তবে নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক অন্যান্য উড়োজাহাজ সংস্থার জন্য প্রযোজ্য নয়।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকেও একই ধরনের এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেওয়া কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না, যা ২৩ জুন পর্যন্ত বহাল থাকবে।

গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি সশস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই উভয় দেশ এই নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে নবায়ন করে চলেছে।

এই আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে দুই দেশের উড়োজাহাজ সংস্থাগুলোর আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি যাত্রীদের যাত্রাপথ দীর্ঘতর হচ্ছে। আঞ্চলিক উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ ইউরোপের দাবানলে পুড়ছে গ্রিস

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। শুধু গত ২৪...

“আমি ভবের পাগল নই, ভাবের পাগল” — সমু চৌধুরীর খোলামেলা স্বীকারোক্তি

ছোট ও বড় পর্দার পরিচিত মুখ সমু চৌধুরী সম্প্রতি একটি ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের...

Related Articles

পাকিস্তানে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। প্রাদেশিক দুর্যোগ...

গাজায় ত্রাণের চাহিদা হাজার ট্রাক, পৌঁছায় মাত্র ১০০ টি

ইসরায়েলের অবরোধে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে গাজা উপত্যকা। স্থানীয় সিভিল ডিফেন্সের...

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার...

দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে ধস , ভেতরে ছিলেন ইমামসহ ২০ জন

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল কমপ্লেক্সের একটি ভবনের ছাদ আংশিক...