জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ছেলে শিক্ষার্থীদের কক্ষে এক নারী শিক্ষার্থীর প্রবেশ এবং সেখানে ছবি তোলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
জানা যায়, ছবিতে থাকা নারী শিক্ষার্থীর নাম ইশরাত জাহান। তিনি বাংলা বিভাগের ৫২৩তম ব্যাচের (২০২২-২৩ সেশন) ছাত্রী। ঘটনার সূত্রপাত হলে কাজী নজরুল ইসলাম হলের প্রথম তলার ৫২৭ নম্বর কক্ষে। বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র মতে, ইশরাত জাহান তাঁর ছেলেবন্ধু প্রত্যয়ের নতুন কক্ষ দেখতে হলে আসেন। এ সময় তাঁদের সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন। তাঁরা কক্ষে বসে হাস্যোজ্জ্বল মুহূর্তে ছবি তোলেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবিতে দেখা যায়, ইশরাত জাহানসহ চারজন শিক্ষার্থী এক কক্ষে বসে রয়েছেন, একজন মেঝেতে শুয়ে আছেন, অন্যরা চেয়ার ও খাটে বসা অবস্থায় রয়েছেন। কক্ষের সাজসজ্জা ও উপস্থিত পরিবেশ দেখে এটি ছেলেদের আবাসিক কক্ষ হিসেবে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়জুড়ে তা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই বিষয়টিকে ‘নৈতিক মূল্যবোধের অবক্ষয়’ হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশের দাবি, ছাত্রলীগের স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণেই ইশরাত জাহান অনায়াসে হল কক্ষে প্রবেশ করেছেন। এমন ঘটনায় হলে আবাসিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের চিন্তা-ভাবনা চলছে। হলে নারী প্রবেশের ক্ষেত্রে অনুমোদন ছাড়াই এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানিয়েছে হল কর্তৃপক্ষ।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর ছাত্র সমাজের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এমন আচরণকে ‘ব্যক্তিগত স্বাধীনতা’ বলে ব্যাখ্যা করলেও, অনেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও নৈতিকতার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও শিক্ষার্থীদের একাংশ এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ঘটনার পর থেকে ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
Leave a comment