পাকিস্তানের সিন্ধু প্রদেশে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষস্থানীয় কমান্ডার রাজুল্লাহ নিজামনি ওরফে আবু রাজুল্লাহকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার এই হামলা হয়েছে বলে জানা গেছে ।
তিনি সইফুল্লাহ খালিদ নামেও পরিচিত ছিলেন বলে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গেছে , সইফুল্লাহ খালিদ নেপালে লস্করের ইউনিট তৈরির কাজ করছিলেন । ভারতের বেশ কয়েকটি হামলায় তিনি মূল পরিকল্পক ছিলেন বলে দাবি করেছে দিল্লি । তবে কে বা কারা সইফুল্লাহকে গুলি করে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়।
পাকিস্তান প্রশাসন জানিয়েছে, নেপালে ওই ব্যক্তি বিনোদ কুমার নাম নিয়ে বসবাস করতেন।
তবে পাকিস্তানে ভারতের সিন্দুর অভিযান চালানোর পরেই সিন্ধু প্রদেশে সইফুল্লাহ খালিদকে গুলি করে হত্যার খবর প্রকাশ পেলো ।
Leave a comment