Home জাতীয় চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেসক্লাবে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের অবরোধ-বিক্ষোভ
জাতীয়

চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেসক্লাবে সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের অবরোধ-বিক্ষোভ

Share
Share

সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের সংগঠন ‘বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম’-এর (বিসিপি) ব্যানারে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বিক্ষোভ করেছেন একদল সাবেক সামরিক সদস্য। মূলত চাকরিতে পুনর্বহালসহ চার দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

আন্দোলনকারীরা দাবি করেন, বিভিন্ন সময়ে তারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। তাই পুনর্বহালই একমাত্র পথ। বেলা ১১টার দিকে প্রেসক্লাব এলাকা থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে পদযাত্রা করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়, ফলে সেখানেই অবস্থান নেন তাঁরা।

পরে বিকেল ২টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রেসক্লাবে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান। তিনি বিসিপি নেতাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা করেন এবং তাঁদের দাবিদাওয়ার বিষয়ে বিস্তারিত শোনেন।

আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘আমরা তাদের বলেছি, প্রত্যেকে আলাদাভাবে আবেদন করুন। আমরা আবেদনগুলো গ্রহণ করে যাচাই-বাছাই করব। এরই মধ্যে একশোর বেশি আবেদন আমরা দেখে ফেলেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা মানবিকতা বজায় রেখেই সবকিছু বিবেচনা করব, তবে সেনাবাহিনীর শৃঙ্খলা অক্ষুণ্ন থাকবে।’

তবে আন্দোলনকারীরা আলোচনায় সন্তুষ্ট হলেও কর্মসূচি প্রত্যাহারে রাজি হননি। বরং বিকেল সাড়ে চারটার দিকে ব্রিগেডিয়ার জেনারেল গাড়ি নিয়ে প্রেসক্লাব ত্যাগ করতে গেলে বিক্ষোভকারীরা তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন এবং গেট আটকে দেন। এতে সাময়িক অচলাবস্থা তৈরি হয়।

পরে আবারও আলোচনার চেষ্টা হয়। সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল ফের ব্রিগেডিয়ার জেনারেলের সঙ্গে বৈঠকে বসে। আলোচনার ফল এখনও জানা না গেলেও আন্দোলনকারীরা বলছেন, চূড়ান্ত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাঁরা সরে যাবেন না।

দিনব্যাপী এই কর্মসূচি ঘিরে প্রেসক্লাব এলাকা ছিল থমথমে। পরিস্থিতি পর্যবেক্ষণে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানের আশ্বাস দিলেও তাঁদের মুখে ক্ষোভ ও হতাশার ছাপ স্পষ্ট ছিল।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পের নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার সাঁতারুর স্বর্ণপদক বাতিলের সিদ্ধান্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে বিতর্কের মধ্যে কড়া পদক্ষেপ নিয়েছেন এবার। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

চোরাই স্বর্ণ পরে স্ত্রীর টিকটক, আটক স্বামী

চুরি হওয়া গহনা পরে টিকটক করছিলেন স্ত্রী। সেটি দেখে কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ তার স্বামী মো. সোহেল মিয়াকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে বৃহস্পতিবার...

Related Articles

সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: জামায়াতের আমির শফিকুর রহমান

ফেনীতে আজ বিকেলে অনুষ্ঠিত একটি সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

আগস্টেই দেশে ফিরছেন তারেক রহমান, দেওয়া হবে লাল গালিচার অভ্যর্থনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে...

চট্টগ্রামে ৪০০ যাত্রী নিয়ে রানওয়েতে আটকা মদিনাফেরত উড়োজাহাজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের...

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...