Home জাতীয় অপরাধ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীর সোনা লুট করলো পুলিশ
অপরাধ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ব্যবসায়ীর সোনা লুট করলো পুলিশ

Share
Share

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যৌথ বাহিনীর পরিচয়ে একটি কালো মাইক্রোবাস থামিয়ে ৭০ ভরি সোনা লুটে নেওয়ার ঘটনায় পুলিশের চার সদস্য জড়িত ছিলেন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আট মাস আগের এই ঘটনায় ডিবি পুলিশ ইতিমধ্যে কুমিল্লা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) রিপন সরকার, কনস্টেবল মিজানুর রহমান, কনস্টেবল আবু বকর এবং অভিযানে ব্যবহৃত মাইক্রোবাসের চালক আবদুস সালামকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম নামের এক স্বর্ণ ব্যবসায়ী ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। সঙ্গে ছিলেন তাঁর খালা ও খালাতো বোন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উবারের একটি প্রাইভেট কারে করে তাঁরা পুরান ঢাকার উদ্দেশে রওনা দেন। গন্তব্যে পৌঁছানোর আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল পার হওয়ার কিছুক্ষণ পর তাঁদের গাড়ির সামনে একটি কালো মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাসে থাকা চার ব্যক্তি নিজেদের যৌথ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাইফুলকে হাতকড়া পরিয়ে তাঁদের গাড়িতে তুলে নেন। এরপর সাইফুল ও তাঁর স্বজনদের মারধর করে সব স্বর্ণালংকার ও মালামাল লুটে নেওয়া হয়। হুমকি দেওয়া হয় মাদক মামলায় ফাঁসানো ও গুলি করে হত্যার। পরে তাঁদের ৩০০ ফিট এলাকায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি সাহস করে মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম। এরপরই তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইরফান খান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কনস্টেবল মিজানুর ও চালক আবদুস সালামকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারের পর মিজানুর ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে এসআই রিপন সরকারের নাম জানান। তাঁর স্বীকারোক্তিতে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, এখনও পলাতক রয়েছেন মামলার আরেক অভিযুক্ত কনস্টেবল হানিফ। তাঁকে ধরতে অভিযান চলছে। সোনা লুটের ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। পুলিশ সদস্যদের এমন ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও মানবাধিকার সংগঠনগুলো।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। মামলাটি বর্তমানে আদালতের অধীন এবং তদন্ত চলমান রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন্যা মোকাবিলায় বিশ্বব্যাংক ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশকে। 

বাংলাদেশকে, ২০২৪ সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কৃষি ও জীবিকায় পুনরুদ্ধার এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন...

‘পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত। বৃহস্পতিবার (১৫ মে) তিনি এ আহ্বান জানান। পাকিস্তানের...

Related Articles

আটঘরিয়ার মসজিদে জামায়াতের ইমাম-মুয়াজ্জিন নিষিদ্ধ করলো বিএনপি নেতা

পাবনার আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে...

চলচিত্রের ‘শেখ হাসিনা’ শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপক নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

যুদ্ধবিরতির জন্য আলোচনা চলতে থাকা অবস্থায়ও থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। আজ রোববার...

টাঙ্গাইলে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে...