ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । তিনি বলেছেন, ট্রাম্প একদিকে শান্তির বার্তা দেন, আরেকদিকে যুদ্ধের হুমকি দেন।
শনিবার (১৭ মে) এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, “একইসঙ্গে তিনি শান্তির কথা বলেন, আবার সবচেয়ে উন্নত গণবিধ্বংসী অস্ত্রের হুমকিও দেন—আমরা কোনটিকে বিশ্বাস করব?”
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে জানিয়েছেন, ইরান আলোচনায় আগ্রহী, তবে কোনো হুমকিকে ভয় পায় না। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাচ্ছি না।”
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকদের মধ্যে চতুর্থ দফা আলোচনা হয়েছে এবং পরবর্তী ধাপের প্রস্তুতি চলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নিশ্চিত না হওয়ায় আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে, এনবিসি নিউজকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলি শামখানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়, তবে ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে বিরোধের মূল কেন্দ্রবিন্দু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। যুক্তরাষ্ট্র চায়, ইরান এটি সম্পূর্ণরূপে বন্ধ করুক।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে রাজি, তবে পুরোপুরি বন্ধ করবেন না বলে ইরানি কর্মকর্তারা বলছেন । এছাড়া ২০১৫ সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ইউরেনিয়াম মজুদ রাখার প্রস্তাবও তারা মেনে নিতে চান না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই টানাপোড়েনের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ওমানের আলোচনার দিকে।
Leave a comment