Home আন্তর্জাতিক তুরস্কে শান্তি আলোচনায় জেলেনস্কির সঙ্গে থাকবেন না পুতিন।
আন্তর্জাতিক

তুরস্কে শান্তি আলোচনায় জেলেনস্কির সঙ্গে থাকবেন না পুতিন।

Share
Share

বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। তবে শান্তি আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিসির তথ্যমতে, প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন জেলেনস্কি ।

গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে শান্তি আলোচনায় উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সাক্ষাৎ করবেন জেলেনস্কি। পুতিন উপস্থিত থাকার শর্তে ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেয়ার কথা বলেছিলেন তিনি।

বুধবার রাতে ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে কে আসছেন, আমি তা দেখার অপেক্ষায় আছি। তারপর ইউক্রেনের পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে গণমাধ্যমে আসা বার্তা সন্তোষজনক নয়।

প্রসঙ্গত , রোববার কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই তুরস্কের বৃহত্তম শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানান পুতিন। এরপর জেলেনস্কি জানান, তিনি নিজে সেখানে যাবেন এবং রাশিয়ার প্রেসিডেন্টেও সেখানে যাবেন বলে প্রত্যাশা করছেন।

শনিবার কিয়েভে ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানায় পশ্চিমা দেশগুলো। তারপরই পুতিন এই প্রস্তাব দেয়। রোববার ট্রাম্প ইউক্রেনকে প্রস্তাব গ্রহণের আহ্বান জানানোর পর জেলেনস্কি নিজে সেখানে যাবার কথা জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফটিকছড়িতে টিলা ধস: মাটিচাপায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটি কাটার সময় টিলা ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার...

সামিরার কোনো দোষ নেই, সালমান শাহ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন: ডন

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য তিন দশক পরও দর্শকদের মনে নানা প্রশ্ন উত্থাপন করছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে, সালমান...

Related Articles

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মন্থা’, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’। মঙ্গলবার (২৮ অক্টোবর)...

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলা, অস্থিতিশীলতা বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান থেমে নেই। গাজা, পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননে...

জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র হল যুক্তরাষ্ট্র – ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার (২৮...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা , সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমেই ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া...