Home জাতীয় অপরাধ পুলিশ ও প্রতিবেশীদের তথ্যমতে বাবাকে হ’ত্যাকারী শিফা মাদ’কাসক্ত ও স’মকামী।
অপরাধআইন-বিচারজাতীয়

পুলিশ ও প্রতিবেশীদের তথ্যমতে বাবাকে হ’ত্যাকারী শিফা মাদ’কাসক্ত ও স’মকামী।

Share
Share

সম্প্রতি সাভারের ভাড়া বাসায় বাবা আব্দুস সাত্তারকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে শিফা। ধর্ষণের অভিযোগে বাবাকে হত্যা করা জান্নাতুল জাহান শিফার বিরুদ্ধে উঠছে একের পর এক ভয়ানক চাঞ্চল্যকর অভিযোগ। তার বাবার বিরুদ্ধে অভিযোগ ছিলো ধর্ষণ চেষ্টার। তবে পুলিশের তদন্তে এবং প্রতিবেশীদের কথায়  অভিযোগের তীর এখন শিফার দিকেই।

সম্প্রতি বাবাকে হত্যা করে শিফা ৯৯৯ এ কল করে পুলিশকে বলেছিলেন ‘আমি বাবাকে হত্যা করেছি, আপনার লাশ নিয়ে যান।’ এরপরই পুরো দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বাবা আব্দুস সাত্তার ও দুই বান্ধবীকে নিয়ে সাভারের মজিদপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন শিফা।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, পাঁচতলায় ওই ফ্ল্যাটে ডাইনিং রুমে থাকতেন সাত্তার, শিফাসহ তার বান্ধবীরা থাকতো অন্য রুমে। বাবা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরেই মেয়ের উশৃঙ্খল চলাফেরা, মাদক সেবন এবং বান্ধবীদের সঙ্গে তার সমকামীতার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন । অভিযোগ রয়েছে, এসব অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বললে মেয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছিল ।

এদিকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে শিফাকে মাদকাসক্ত মনে হয়েছে। শিফা ছাড়াও তার দুই বান্ধবীর বিরুদ্ধেও মাদকাসক্তের অভিযোগের কথা জানান তিনি। শিফা বরাবরই নিজের মত চলতে চাইতো আর বান্ধবীদের সাথে তার ছিলো সমকামীতার অনৈতিক সম্পর্ক এটি নিয়েই বাবা আব্দুস সাত্তার বাঁধা দিতে গেলে হত্যাকান্ডর শিকার হন তিনি এমনটিই মনে করছে পুলিশ।

পুলিশ  কর্মকর্তা  শাহিনুর কবির  আরও জানান, বাবাকে ২০টি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার কথা মেয়েটি স্বীকার করেছেন। একই সঙ্গে দাবি করেছেন, বাবা তার আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। তবে, পুলিশ অভিযুক্তের ফোনে এমন কোন ভিডিও পায়নি।

এ ঘটনার আগে ২০২৩ সালেও নাটোরের সিংড়া থানায় শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। সে সময় গ্রেফতার হয়ে জেলও খেটেছেন সাত্তার। তবে ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়ায় আদালত সাত্তারকে জামিন দেন বলে, পুলিশ সূত্র জানায় ।

প্রতিবেশী ও পুলিশের ভাষ্যমতে, বাবাকে হত্যাকারী শিফা একজন মাদকাসক্ত ও সমকামী। তার এসব অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় প্রাণ হারাতে হয়েছে বাবা আব্দুস সাত্তারকে। এমনটিই ধারণা করা হচ্ছে। যদিও পুলিশ বলছে এখনো এটির তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেহবাজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে।

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া...

আমেরিকান জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস।

যুক্তরাষ্ট্রের তত্ত্বাধানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে স্বাধীনতাকামী শাসক দল হামাস ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । শান্তি চুক্তিতে...

Related Articles

ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাবি ছাত্রদল নেতা সাম্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের...

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম...

সরকারপ্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের নবম...