যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি পাকিস্তানের সেনারা। এমন দাবি করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি।
লেফটেন্যান্ট জেনারেল শরীফ বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কোনো সুযোগ নেই। কারণ, এর সাথে ১৬০ কোটি মানুষের জীবন জড়িত। পাকিস্তান খুব পরিপক্কতার সাথে সংঘাত মোকাবেলা করেছে বলেও জানান।
তিনি বলেন, সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে ২০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা LoC-তে যুদ্ধবিরতি মেনে চলছে।
আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলি। আমরা শান্তিপ্রিয় জাতি। তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেবো।
Leave a comment