ভারতীয় নাগরিক সালাইন হোসেন মাত্র ১৫ দিনের সাজা পেয়েছিলেন । অথচ নানা আইনি জটিলতায় প্রায় ছয় মাস তাকে বাংলাদেশেই কাটাতে হয় । অবশেষে ‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ খ্যাত মানবিক সাংবাদিক শামসুল হুদার উদ্যোগে তিনি নিজ দেশে ফিরলেন।
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সালাইন হোসেনের বাড়ি। ২৯ জুলাই অনুপ্রবেশের দায়ে রাজশাহীর রাজপাড়া থানায় আত্মসমর্পণ করেন সালাইন। পুলিশ মামলা দায়ের করে তাকে আদালতে পরে কারাগারে পাঠায়।
চলতি বছরের ২৯ জানুয়ারি রাজশাহীর আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। তবে হাজতবাসের কারণে আগেই সাজা শেষ হয়ে যায় । তবু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের ছাড়পত্র না মেলায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আরও সাড়ে চার মাস থাকতে হয়।
রোববার (১১ মে) সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সালাইনকে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কারা কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফ সদস্যরা। ভারতের পক্ষ থেকে সালাইনকে গ্রহণ করেন তার ভাই ফয়সাল হোসেন।
সাংবাদিক শামসুল হুদা জানান, গত ২২ ফেব্রুয়ারি সালাইনের বিষয়ে জানতে পেরে তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু করেন। একাধিক দপ্তরে ঘুরে অবশেষে ২১ এপ্রিল অনুমোদন পাওয়া যায়। এরপর দ্রুত প্রসেস শেষ করে তিনি নিজেই রাজশাহীতে গিয়ে প্রত্যার্পণ প্রক্রিয়া সম্পন্ন করেন।
ফোনে সাংবাদিক শামসুল হুদা জানান, সালাইন কাজের সন্ধানে বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখান থেকে মালদা হয়ে অবৈধভাবে বাংলাদেশে আসেন এবং ঢাকার একটি রেস্তোরাঁয় কিছুদিন কাজ করেন। পরে রাজনৈতিক অস্থিরতার সময় আতঙ্কিত হয়ে ভারতে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু সীমান্তে আটকিয়ে গিয়ে শেষমেশ নিজেই থানায় আত্মসমর্পণ করেন।
‘বাংলাদেশের বজরঙ্গি ভাইজান’ খ্যাত শামসুল হুদা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরানোর জন্য কাজ করছেন।
শামসুল হুদার মানবিক এই উদ্যোগেই এবার নিজভূমে ফিরলেন ভারতীয় যুবক সালাইন।
Leave a comment