Home জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ঢাকাকে বিচ্ছিন্নের হুমকি হেফাজতের
জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ঢাকাকে বিচ্ছিন্নের হুমকি হেফাজতের

Share
Share

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবি মানা না হলে রাজধানী ঢাকাকে বাংলাদেশ থেকে “বিচ্ছিন্ন করে দেওয়ার” হুমকি দিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

আজ শনিবার বিকেলে ঢাকার শাহবাগ মোড়ে অনুষ্ঠিত এক গণজমায়েতে এ হুঁশিয়ারি দেন তিনি। বিকেল তিনটার পর থেকেই সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। শাহবাগ মোড়ের কেন্দ্রীয় স্ক্রিনের নিচে সিঁড়ির ওপর বসে বিকেল সাড়ে তিনটার দিক থেকে শুরু হয় বক্তব্য পর্ব।

বিকেল পাঁচটার দিকে হেফাজতের শীর্ষস্থানীয় নেতা আজিজুল হক বলেন, ‘আমাদের প্রতিজ্ঞা করতে হবে, অধ্যাপক ড. ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগ হচ্ছে এই দেশের ফেরাউনের বাহিনী। এই ফেরাউনের বাহিনী বাংলাদেশে থাকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক নেতার মনে আওয়ামী লীগের জন্য প্রেম জেগেছে। তারা চাইলে দাদা-বাবুদের দেশে চলে যেতে পারেন।’

আজিজুল হক আওয়ামী লীগকে “খুনি, সন্ত্রাসী ও গণহত্যাকারী দল” আখ্যা দিয়ে আরও বলেন, ‘এই দলকে নিষিদ্ধ করতেই হবে। অধ্যাপক ইউনূসকে বলতে চাই—আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাস পেরিয়ে গেছে, অথচ আওয়ামী লীগের বিচার তো দূরের কথা, নিষিদ্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমরা ছাত্র-জনতাকে সাক্ষী রেখে বলছি, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিতে হবে।’

আজকের এই গণজমায়েতে হেফাজতের পাশাপাশি আরও কয়েকটি ইসলামপন্থী ও সরকারবিরোধী রাজনৈতিক সংগঠনের নেতারাও বক্তব্য দেন। সমাবেশের আশেপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল ঘন।

বিশ্লেষকদের মতে, এমন ধরনের বক্তব্য দেশের সংবিধান ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকিস্বরূপ। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের হুমকির প্রতিক্রিয়ায় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাজাখস্তান জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করেছে

জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে কাজাখস্তান সরকার। সোমবার (৩০ জুন) দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এ বিষয়ে একটি নতুন আইন...

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

Related Articles

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...

গাইবান্ধায় ভাতিজার হাতে খুন হয়েছে চাচা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে...

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের জন্য বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে, হাতুড়ি দিয়ে...

বগুড়ায় উদ্ধার হয়েছে অপহৃত তিন শিক্ষার্থী

সেনাবাহিনী বগুড়ায় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে...