Home জাতীয় দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় স্বামীর চোখের সামনেই প্রাণ গেল স্ত্রী-সন্তানের
দুর্ঘটনা

ট্রাকের ধাক্কায় স্বামীর চোখের সামনেই প্রাণ গেল স্ত্রী-সন্তানের

Share
Share

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও দুই বছরের কন্যাসন্তানকে হারিয়েছেন এক অটোরিকশাচালক। নিজেই অটোরিকশা চালিয়ে পরিবারসহ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন আবদুর রহমান। পথে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তাঁর স্ত্রী ও শিশু কন্যা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত সোয়া আটটার দিকে বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন জমিলা সুলতানা (২১), আর শিশু কন্যার নাম ফাতেমা আক্তার জুঁই (২)। আবদুর রহমান লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আবদুর রহমান স্ত্রী ও সন্তানকে নিয়ে চৌমুহনী থেকে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। মিয়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয় তাঁর অটোরিকশাকে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি ভেঙে যায়। পেছনের আসনে থাকা স্ত্রী-সন্তান প্রচণ্ড আঘাতে ছিটকে পড়েন। আবদুর রহমান নিজেই তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবদুর রহমান তাঁর স্ত্রী ও শিশুকে নিয়ে নিজেই অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। তবে তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি স্বাভাবিক যাত্রা শেষ হলো এক অজানা শোকগাথায়, যেখানে চোখের সামনেই ভেঙে চুরমার হলো এক চালকের পারিবারিক স্বপ্ন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার দাখিল করবে তদন্ত...

Related Articles

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে বাবার আত্মহত্যা।

ফরিদপুর উপজেলার কৈজুরি গ্রামে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত লাশ...

নটরডেম শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরাফাত (১৮) নামে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত...

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন একই পরিবারের ৩ জন

রংপুরের কাউনিয়ায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...

ভারতে ভেজাল মদপানে মৃত্যু হয়েছে ১৪ জনের

ভারতের পাঞ্জাবে ভেজাল মদের বিষক্রিয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি লিখেছে, অমৃতসর...