Home জাতীয় অপরাধ কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের হুমকি, যুবক গ্রেপ্তার
অপরাধ

কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের হুমকি, যুবক গ্রেপ্তার

Share
Share

রাজধানীর কামরাঙ্গীরচরে স্বর্ণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. মাসুম হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয় পুরান ঢাকার কসাইটুলী চাঁদ মসজিদ এলাকা থেকে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুম হোসেন শুধু চাঁদাবাজিই নন, তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অভিযোগেও মামলা রয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাসুম দীর্ঘদিন ধরে কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিলেন। প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেন। এতে ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী পুলিশকে জানান, ভয় ও নিরাপত্তাহীনতার কারণে বিভিন্ন সময়ে মাসুমকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। এমনকি অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীও ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছিলেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার অভিযান চালিয়ে পুরান ঢাকার কসাইটুলী চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া মাসুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁকে রিমান্ডে নেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি...

পারমাণবিক বৈঠকের খবর অস্বীকার করলেন খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দুপুরে সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনো জরুরি বৈঠক হয়নি...

Related Articles

অস্ত্র-বোমাসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে (ডিবি) অবৈধ অস্ত্র,...

স্বামীর দেওয়া আগুনে মৃত্যু হয়েছে দ’গ্ধ গৃহবধূর।

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের কারণে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ রিজিয়া বেগম...

২ তরুণীকে প্রকাশ্যে মারধর করা নেহালসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা।

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা  পিকনিকের লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী, বহুল আলোচিত সে...