Home আন্তর্জাতিক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ।
আন্তর্জাতিকরাজনীতি

পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, সীমান্তে ভয়াবহ সংঘর্ষ।

Share
Share

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) । তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা।

এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর থেকে কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার (৩ মে) রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এ ঘটনা এমন সময় ঘটল, যখন পাকিস্তান গত ২৩ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। সাহু.পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন ।

এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন।

সীমান্ত ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে ভারত-পাকিস্তানের মধ্যে । কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না, ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেঞ্জারকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে। এটি ১০ দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ।

কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।

এটি সাম্প্রতিক সময়ের মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নেয়। অবশ্য এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে বিএসএফ সদস্য সাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনও কোনও সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি।

এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনায় দুর্বৃত্তের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায়...

জয়পুরহাটে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আ. মমিন মোল্লা (৪৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। খাদ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা...

Related Articles

ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক...

হাদির ওপর গুলিবর্ষণ: ম্যানহোল থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ দফা হাতবদল হয় হামলায় ব্যবহৃত মোটরসাইকেল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার ১৭ ডিসেম্বর, ২০২৫ ইং। ২ পৌষ, ১৪৩২ বাংলা। ২৫ জমাদিউস...

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলায় জড়িতদের একজন ভারতীয় : পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হনুক্কা উদযাপন চলাকালে, সংঘটিত...