আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সাংবাদিকদের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের নাম বলেননি। তবে, ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর দেশ রূপান্তরের বরাতে বলেন, যে আটজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে অয়ন ওসমানের নামও রয়েছে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ৮ জনের সবাই আওয়ামী লীগ, যুবলীগের নেতা ও অস্ত্রধারী ব্যক্তি। তাদের নাম প্রকাশ হলে তারা পালিয়ে যেতে পারেন। তাই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে গণহত্যার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগেই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে অ্যাডভোকেট তাজুল জানান।
Leave a comment