Home বিনোদন চলচ্চিত্র সালমান-অক্ষয়ের জায়গায় আসছেন বরুণ-কার্তিক
চলচ্চিত্রবিনোদন

সালমান-অক্ষয়ের জায়গায় আসছেন বরুণ-কার্তিক

Share
Share

বলিউডের জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিনেমা ‘মুঝছে শাদি করোগি’র দ্বিতীয় কিস্তি তৈরি হচ্ছে, তবে এবার আর পর্দায় দেখা যাবে না সালমান খান ও অক্ষয় কুমারকে। তাঁদের জায়গা নিচ্ছেন বর্তমান প্রজন্মের দুই তারকা—বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ান। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট এই সিনেমার সিকুয়েল নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান সাজিদ নাদিয়াদওয়ালা এগিয়ে এসেছে।

মূল সিনেমায় সামির (সালমান), সানি (অক্ষয়) ও রানির (প্রিয়াঙ্কা চোপড়া) মধ্যকার প্রেম, প্রতিদ্বন্দ্বিতা ও কৌতুকরস ভরপুর কাহিনি দর্শকের মনে স্থায়ী প্রভাব ফেলেছিল। বক্স অফিসেও সিনেমাটি ব্যাপক সাফল্য অর্জন করেছিল। সেই জনপ্রিয়তা মাথায় রেখে এবার আধুনিক প্রেক্ষাপটে একই গল্পকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছেন নির্মাতারা। পরিচালক হিসেবে থাকছেন আগের মতোই ডেভিড ধাওয়ান, যিনি এই ঘরানার সিনেমায় নিজস্ব দক্ষতায় খ্যাত।

সিনেমার গল্পে পরিবর্তন আনা হবে সময়ের প্রেক্ষিতে, তবে কৌতুক ও রোমান্সের স্বাদ থাকবে ঠিক আগের মতোই। বর্তমানে চলছে নতুন চিত্রনাট্যের কাজ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শেষভাগে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিকুয়েলটি।

সালমান-অক্ষয়ের অনুপস্থিতি নিয়ে কিছুটা নস্টালজিয়া থাকলেও কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ানকে ঘিরে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বরুণ ধাওয়ান বর্তমানে ব্যস্ত রয়েছেন ডেভিড ধাওয়ান পরিচালিত অন্য একটি কমেডি ছবি—‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে, যেখানে তাঁর বিপরীতে আছেন পূজা হেগড়ে। স্কটল্যান্ডে ছবির শুটিং চলছে পুরোদমে। কিছুদিন আগে উত্তরাখণ্ডে শুটিংয়ে চোট পেলেও এখন তিনি পুরোপুরি কাজে ফিরেছেন।

অন্যদিকে, কার্তিক আরিয়ান সম্প্রতি করণ জোহরের প্রযোজনায় ‘নাগজিলা’ নামে একটি ভিএফএক্সভিত্তিক থ্রিলার সিনেমার ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরই সেটির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

সামির-সানি যুগলকে এবার বরুণ-কার্তিক কতটা জীবন্ত করে তুলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে নির্মাতাদের ভাষায়, এই সিকুয়েল হবে পুরোনো আর নতুনের এক চমৎকার মেলবন্ধন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস নতুন উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসূরীর নাম ঘোষণা করেছেন। রোববার (২৬ অক্টোবর) তিনি লিখিতভাবে জানিয়েছেন, যদি তিনি কোনো কারণে পদে থাকতে না পারেন,...

এক-এগারো আর বাংলাদেশে আসবে না – মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “এক-এগারো বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে।”...

Related Articles

বিচারের দাবিতে সালমান ভক্তরা মাঠে নামবে

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার...

আদালতে ন্যায়ের লড়াই: ‘হক’-এ ইয়ামি গৌতম ও ইমরান হাশমির তীব্র সংঘর্ষ

বলিউডে আবারও ফিরছে শক্তিশালী সামাজিক বার্তাসমৃদ্ধ গল্প। পরিচালক সুপর্ণ এস. ভার্মা এবার...

আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

অভিনেতা সালমান শাহর মৃত্যুর মামলায় অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ডন বলেছেন,...

হাইকোর্টে আগাম জামিন চাইবেন সামিরা, উপস্থিত বর্তমান স্বামী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ও তার সাবেক স্ত্রী সামিরা হক...