Home বিনোদন চলচ্চিত্র সালমান-অক্ষয়ের জায়গায় আসছেন বরুণ-কার্তিক
চলচ্চিত্রবিনোদন

সালমান-অক্ষয়ের জায়গায় আসছেন বরুণ-কার্তিক

Share
Share

বলিউডের জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিনেমা ‘মুঝছে শাদি করোগি’র দ্বিতীয় কিস্তি তৈরি হচ্ছে, তবে এবার আর পর্দায় দেখা যাবে না সালমান খান ও অক্ষয় কুমারকে। তাঁদের জায়গা নিচ্ছেন বর্তমান প্রজন্মের দুই তারকা—বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ান। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট এই সিনেমার সিকুয়েল নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান সাজিদ নাদিয়াদওয়ালা এগিয়ে এসেছে।

মূল সিনেমায় সামির (সালমান), সানি (অক্ষয়) ও রানির (প্রিয়াঙ্কা চোপড়া) মধ্যকার প্রেম, প্রতিদ্বন্দ্বিতা ও কৌতুকরস ভরপুর কাহিনি দর্শকের মনে স্থায়ী প্রভাব ফেলেছিল। বক্স অফিসেও সিনেমাটি ব্যাপক সাফল্য অর্জন করেছিল। সেই জনপ্রিয়তা মাথায় রেখে এবার আধুনিক প্রেক্ষাপটে একই গল্পকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছেন নির্মাতারা। পরিচালক হিসেবে থাকছেন আগের মতোই ডেভিড ধাওয়ান, যিনি এই ঘরানার সিনেমায় নিজস্ব দক্ষতায় খ্যাত।

সিনেমার গল্পে পরিবর্তন আনা হবে সময়ের প্রেক্ষিতে, তবে কৌতুক ও রোমান্সের স্বাদ থাকবে ঠিক আগের মতোই। বর্তমানে চলছে নতুন চিত্রনাট্যের কাজ। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শেষভাগে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিকুয়েলটি।

সালমান-অক্ষয়ের অনুপস্থিতি নিয়ে কিছুটা নস্টালজিয়া থাকলেও কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ানকে ঘিরে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বরুণ ধাওয়ান বর্তমানে ব্যস্ত রয়েছেন ডেভিড ধাওয়ান পরিচালিত অন্য একটি কমেডি ছবি—‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে, যেখানে তাঁর বিপরীতে আছেন পূজা হেগড়ে। স্কটল্যান্ডে ছবির শুটিং চলছে পুরোদমে। কিছুদিন আগে উত্তরাখণ্ডে শুটিংয়ে চোট পেলেও এখন তিনি পুরোপুরি কাজে ফিরেছেন।

অন্যদিকে, কার্তিক আরিয়ান সম্প্রতি করণ জোহরের প্রযোজনায় ‘নাগজিলা’ নামে একটি ভিএফএক্সভিত্তিক থ্রিলার সিনেমার ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরই সেটির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

সামির-সানি যুগলকে এবার বরুণ-কার্তিক কতটা জীবন্ত করে তুলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে নির্মাতাদের ভাষায়, এই সিকুয়েল হবে পুরোনো আর নতুনের এক চমৎকার মেলবন্ধন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার দাখিল করবে তদন্ত...

Related Articles

‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে প্রস্তুত ফারিণ।  

কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’। তার আগে...

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ।

আদালত নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ।...

দুর্ঘটনায় আহত ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপের অবস্থা আশঙ্কাজনক। 

ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।...

ভারতে নিষিদ্ধ হয়েছেন যেসব পাকিস্তানি তারকা।

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষাপটে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কয়েকজন পাকিস্তানি তারকার...