বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে কুমিল্লার দুই উপজেলায় । সোমবার (২৮ এপ্রিল) সকালে মুরাদনগরে ও দুপুরের দিকে বরুড়ায় এ ঘটনা ঘটে।
মুরাদনগরে নিহত দুইজন হলেন, উপজেলার দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের পশ্চিমপাড়া (কালীবাড়ি) এলাকার মৃত বীরচরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে কাজ করছিলেন তারা। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
একই দিন দুপুরের দিকে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছে দুই স্কুলশিক্ষার্থী। তারা হলেন, ওই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং একই এলাকার আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন। দুজনই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হালকা মেঘলা আবহাওয়ায় মাঠে ঘুড়ি উড়াচ্ছিল তারা । আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হয় । স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি দুই কিশোর ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আরেকজন আহত হয়েছে।
Leave a comment