Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জের সাত খুন: ১১ বছর পরে কনডেমড জীবন
অপরাধজাতীয়

নারায়ণগঞ্জের সাত খুন: ১১ বছর পরে কনডেমড জীবন

Share
Share

আজ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার ১১ বছর পূর্ণ হলো। সময়ের আবর্তে দেশের অন্যতম আলোচিত এ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদের জীবন চিত্র অনেকটাই বদলে গেছে। এক সময়ের প্রভাবশালী কর্মকর্তা আজ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে বন্দী জীবন কাটাচ্ছেন, যেখানে তার জন্য নেই কোনো বাড়তি সুবিধা বা বাহুল্য।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে তৎকালীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। ঘটনাটি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকেও অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়টি লাশ, আরেকটি লাশ পাওয়া যায় পরদিন। নিহতদের মধ্যে নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়াও ছিলেন মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় ২০১৬ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হাইকোর্টে আপিলে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে, বাকিদের সাজা রূপান্তরিত হয়। তবে এখনো সুপ্রিম কোর্টে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে সরকারের পতনের পর কারাগারে তারেক সাঈদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। আগে বাসা থেকে বিশেষভাবে খাবার সরবরাহের সুযোগ থাকলেও এখন তিনি অন্য সাধারণ বন্দীদের মতো রুটি, ভাজি, ভাত, ডাল, সবজি ও মাছের নির্ধারিত খাবারই খাচ্ছেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আবদুল্ল্যাহেল আল-আমিন জানান, তারেক সাঈদ কনডেমড সেলে বন্দী জীবন যাপন করছেন। সেখানে মাসে নির্দিষ্ট দিনে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করতে পারেন, তবে কোনো বাড়তি খাবার দেওয়া হয় না। মাঝেমধ্যে কারা চিকিৎসকরা এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন।

তারেক সাঈদের মতো অন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও বিভিন্ন কারাগারে কনডেমড সেলে আছেন। মেজর (চাকরিচ্যুত) আরিফ হোসেন আছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে, লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানা আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেন আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

নারায়ণগঞ্জের সাত খুনের মতো ভয়াবহ অপরাধ বাংলাদেশের বিচারব্যবস্থা এবং রাজনীতিতে দীর্ঘস্থায়ী আলোড়ন তুলেছিল। এক দশক পার হলেও এখনো এর আইনি প্রক্রিয়া চলমান এবং বিচারের পূর্ণাঙ্গ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে পুরো দেশ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা, হত্যাকাণ্ডে ৪ জন অংশ নেন

কুমিল্লার বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকা চুক্তিতে খুন করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত...

গাইবান্ধায় অস্ত্র-মাদকসহ আটক হয়েছে ৪ জন

সেনাবাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপসহ আটক করেছে ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে।  গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় শুক্রবার রাত ৯টা...

Related Articles

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত হয়েছে ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ...

নারায়নগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে রিকশা চালক তুহিন হত্যা মামলায় আদালত সাবেক...

লালমনিরহাটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট শহরের হাড়ীভাঙায় দরগার পাড় প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে উদ্ধার করা...

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১, আহত ১৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আজগর আলী (২৫) নামের এক বাস...