কানাডার ভ্যাঙ্কুভার শহরে এক ভয়াবহ ঘটনায় উৎসবের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের সংযোগস্থলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন, তবে এখনো আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
ভ্যাঙ্কুভার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ ধারণা করছে, এটি উদ্দেশ্যমূলক হলেও সন্ত্রাসী হামলা নয়।
ঘটনার সময় এলাকায় বার্ষিক লাপু লাপু উৎসব চলছিল, যেখানে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ করেই ভিড়ের দিকে ছুটে আসে এবং বহু মানুষকে চাপা দিয়ে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, মাটিতে পড়ে থাকা অসংখ্য হতাহত মানুষ, ছুটে আসা জরুরি সেবার গাড়িগুলো এবং আতঙ্কিত জনতার কান্নার দৃশ্য।
এক প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনাস্থলে একটি খাবারের ট্রাক চালাচ্ছিলেন, বলেন, “আমি দেখলাম গাড়িটি কোনো দ্বিধা ছাড়াই সরাসরি ভিড়ের ভেতর ঢুকে গেল। এটা ছিল সত্যিকারের ভয়ঙ্কর মুহূর্ত। মানুষ চিৎকার করছিল, দৌড়ে পালাচ্ছিল।”
পুলিশ জানিয়েছে, আটক চালক বর্তমানে হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলমান আছে। তার মানসিক অবস্থা, পূর্ব ইতিহাস বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা চলছে।
ভ্যাঙ্কুভারের মেয়র এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, “এই হৃদয়বিদারক ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি।”
বর্তমানে পুরো এলাকা ঘিরে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
ঘটনাটি কানাডার জন্য এক দুঃখজনক ও শোকাবহ মুহূর্ত তৈরি করেছে। বিশেষ করে শান্তিপূর্ণ উৎসবের ভেতর এমন ভয়াবহ সহিংসতা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রশাসন বলেছে, ঘটনার তদন্তের পর প্রয়োজনে আরও নিরাপত্তা ব্যবস্থার কথা বিবেচনা করা হবে।
Leave a comment