কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দ্রুত বাড়ছে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার সংখ্যা। গত দুই দিনে ২৭২ জন পাকিস্তানি নাগরিক ভারতের মাটি ছেড়েছেন। আজ ২৭ এপ্রিল, পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্ধারিত সময়সীমার শেষ দিনে আরও কয়েক শ নাগরিক ভারত ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।
ভারত সরকার ১২ ধরনের স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের আজকের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আগমনী ভিসা, ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিকতা, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, শিক্ষার্থী, ভিজিটর, দলবদ্ধ পর্যটক, তীর্থযাত্রী এবং দলবদ্ধ তীর্থযাত্রী ভিসাধারীরা।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র ২৫ এপ্রিল ১৯১ জন এবং ২৬ এপ্রিল ৮১ জন পাকিস্তানি নাগরিক সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। একই সময়ে ৬২৯ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ফিরেছেন, যাদের মধ্যে ১৩ জন ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা।
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। তবে উত্তেজনা চরমে পৌঁছালে ভারত ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করে, যার আওতায় পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়তে বলা হয়।
মহারাষ্ট্র রাজ্যে স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানিদের সংখ্যা সবচেয়ে বেশি—প্রায় এক হাজার। তাঁদের মধ্যে অনেকেই এখন ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন, তারা আপাতত এই নির্দেশনার বাইরে থাকছেন।
অন্যদিকে, সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত তিন রাত ধরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
চলমান এ উত্তেজনা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।
Leave a comment