ইয়েমেনের হুতি বাহিনী আবারও উচ্চগতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরাকি সংবাদমাধ্যম সাফাক নিউজ জানিয়েছে , শনিবার (২৬ এপ্রিল) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই বিমানঘাঁটি নেগেভ মরুভূমির উত্তরে, বিয়ারশেবা শহরের প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
তিনি জানান, এ হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের ইয়েমেনের নিজস্ব হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম থেকে জানা যায়, উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীরা বিশটির মতো বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ধারণা করা হয়, ক্ষেপণাস্ত্রটি হাইফার দক্ষিণে রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়। ইসরায়েলি দখলদার বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করে।
গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি, ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে ইয়াহিয়া সারি জানায়
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত এবং গণহত্যামূলক হামলার প্রতিবাদে এ হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
Leave a comment