ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় সাইফুল ইসলাম ওরফে টুকুন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
সাইফুলের হাজতি নম্বর ছিল ৩৩০৯৬/২৪। তিনি জামালপুর সদর উপজেলার ডীয়াতলা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর পিতার নাম আফছার আলী।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক সুরাইয়া আক্তার জানান, সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে প্রথমে নারায়ণগঞ্জ কারাগারে বন্দী ছিলেন। সেখানে স্ট্রোক করার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর নিয়মিতভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি মূলত কারা হাসপাতালেই ছিলেন।
মৃতদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনাটি ঘিরে কারাগার কর্তৃপক্ষ ও হাসপাতাল প্রশাসন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে।
Leave a comment