আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ও সামাজিক আন্দোলনকর্মী ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল—‘জনতা পার্টি বাংলাদেশ’। আজ শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির রূপরেখা, নেতৃত্ব কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে।
দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই, যিনি দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের মাধ্যমে দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি এই ইস্যুতে সক্রিয় ছিলেন।
দলটির সেক্রেটারি জেনারেল হিসেবে থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। শওকত মাহমুদ বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের আলোকে একটি জনমুখী, স্বচ্ছ ও গণতান্ত্রিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।
নতুন এই রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনাও করছে। শওকত মাহমুদের ভাষায়, আমরা তিনশ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত এবং একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দলগুলোর উত্থান জনগণের মধ্যে পরিবর্তনের আশা এবং মূলধারার রাজনীতিতে একঘেয়েমির প্রেক্ষাপটেই ঘটছে। শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে ইতোমধ্যে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। জনতা পার্টি বাংলাদেশ সেই ধারাবাহিকতায় সবচেয়ে আলোচিত নতুন সংযোজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইলিয়াস কাঞ্চনের সরাসরি রাজনীতিতে প্রবেশ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী দিনে ভোটারদের নজর কাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a comment