Home আন্তর্জাতিক কারা ইসরায়েলের আকাশে মিসাইল হামলা চালাল?
আন্তর্জাতিক

কারা ইসরায়েলের আকাশে মিসাইল হামলা চালাল?

Share
Share

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই , ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে ।তারপরও থেমে যায়নি ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি। ইয়েমেনিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত ও আরব সাগরে কুপোকাত হয়েছে মার্কিন বাহিনী।

এমন পরিস্থিতির মধ্যে এবার ইসরায়েলের গভীরে মিসাইল তাণ্ডব চালিয়েছে ইয়েমেনিরা।

ইসরায়েলের অভ্যন্তরে এবার সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের হুথিরা । দীর্ঘদিন পর এমন এক কৌশলগত হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের হৃদপিণ্ড। ইয়েমেনের যোদ্ধাদের দাবি, এই প্রথম ইসরায়েলের গভীরে গিয়ে সফলভাবে আঘাত হেনেছে তারা।

ইসরায়েল বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিওসহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এর ফলে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও সক্রিয় করেছে।

হুথি গোষ্ঠীর সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় চলমান হামলা ও বেসামরিক নাগরিকদের ওপর চালানো গণহত্যার জবাব দিতেই তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নেও হামলা চালায় ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি।

এর আগেও হুথি সদস্যরা  ইসরায়েলে হামলা চালিয়েছে । ওই সময় স্পষ্ট করে ইয়াহিয়া সারি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে হুথি বাহিনীর হামলা অব্যাহত থাকবে এবং প্রতিটি হামলায় সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।

এছাড়া, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ফলে যদি তাদেরকে টার্গেট করা হয়, তখন ইয়েমেনিরাও বসে থাকবে না; বরং দখলদারদের দৃষ্টান্তমূলক জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ হুথি বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মার্কিন-ইসরাইলি বন্দিকে হস্তান্তরের পর ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে । ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন...

পুলিশ ও প্রতিবেশীদের তথ্যমতে বাবাকে হ’ত্যাকারী শিফা মাদ’কাসক্ত ও স’মকামী।

সম্প্রতি সাভারের ভাড়া বাসায় বাবা আব্দুস সাত্তারকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে মেয়ে শিফা। ধর্ষণের অভিযোগে বাবাকে হত্যা করা জান্নাতুল জাহান শিফার...

Related Articles

ইস্তাম্বুলে শান্তি আলোচনা জেলেনস্কি প্রস্তুত , পুতিনের উপস্থিতি অনিশ্চিত।

তুরস্কে আয়োজিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে কে বা কারা অংশ...

ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছে ট্রাম্প

ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন...

ইহলোক ত্যাগ করেছে বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা

‘পেপে’ নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা...

মিথ্যে ভিডিও প্রচারের পর ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

ভারত-পাকিস্তান হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে মিডিয়াও কম রসদ জোগায়নি। অনেকের বিরুদ্ধে...