Home জাতীয় অপরাধ প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: চট্টগ্রামে গ্রেপ্তার আরও এক আসামি
অপরাধ

প্রাইম এশিয়া শিক্ষার্থী হত্যা: চট্টগ্রামে গ্রেপ্তার আরও এক আসামি

Share
Share

 

ঢাকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (পারভেজ) হত্যা মামলায় আরও একজন এজাহারভুক্ত আসামিকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. মাহাথির হাসান (২০)। তিনি মামলার তৃতীয় নম্বর আসামি বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে হালিশহরের একটি বাসায় অভিযান চালিয়ে মাহাথিরকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে গাইবান্ধা সদরের ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলাম-কে। এই নিয়ে জাহিদুল হত্যাকাণ্ডে আজ মোট দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।

এর আগে মামলায় মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার হওয়া অন্য চারজন হলেন—মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯), আল আমিন সানি (১৯) এবং মো. হৃদয় মিয়াজী (২৩)।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে জাহিদুল ইসলাম ও তাঁর বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়। কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। হামলায় গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এজাহারে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে থাকা ঘটনা মূলত হাসাহাসি ও কথাবার্তার ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট বিরোধের জেরে ঘটেছে।

মামলার তদন্ত এখন গতি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা বলেন, পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত জাহিদুলের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চকের মধ্যে মাথাবিহীন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চকের মধ্যে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (সকাল ৭টা) উপজেলার...

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী’কে হত্যার পর ঘরে মরদেহ রেখে তালা দিয়ে পালালেন স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৫...

Related Articles

ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী...

হাদি হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মায়ের চাঞ্চল্যকর জবানবন্দি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নতুন...

মালয়েশিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত নাটোরের কবির হোসেন

পরিবারের দারিদ্র্য দূর করে স্বচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে সাত বছর আগে মালয়েশিয়ায়...

সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার হচ্ছে ওসমান হাদির, পরিবারের সম্মতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির...