Home আন্তর্জাতিক ‘তোকে মারব না, মোদিকে গিয়ে খবর দে
আন্তর্জাতিক

‘তোকে মারব না, মোদিকে গিয়ে খবর দে

Share
Share

কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ভয়াবহ সেই হামলা থেকে বেঁচে ফিরেছেন পল্লবী নামের এক নারী। সন্ত্রাসীর মুখোমুখি হওয়ার সেই অভিজ্ঞতা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

২৩ এপ্রিল (বুধবার ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবারের হামলায় পল্লবীর স্বামী মঞ্জুনাথ নিহত হয়েছেন। ওই সময় পল্লবী এবং তার ছেলে সন্ত্রাসীদের হাতের নাগালে থাকলেও তাদের ইচ্ছেকৃতভাবে বাঁচিয়ে রাখা হয়। এমনকি সন্ত্রাসীরা তাদের কোনো আঘাতও করেনি ।

পল্লবী জানান, তিনি এবং তার ১৮ বছর বয়সী ছেলে উভয়েই সন্ত্রাসীর মুখোমুখি হয়েছিলেন। তবে সন্ত্রাসীরা তাদের কোনো আঘাত করেনি।

এর বদলে সন্ত্রাসীরা বলেছে, তারা তাদের কোনো ক্ষতি করবে না। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ সম্পর্কে অবহিত করার জন্য তাদের বাঁচিয়ে রাখবে”।

ফোনে পল্লবী বলেন, আমরা পহেলগাঁওয়েআছি। আমার স্বামী আমার সামনেই মারা গেছেন। আমি কাঁদতে বা প্রতিক্রিয়া জানাতে পারিনি। আমি বুঝতেও পারিনি যে কী ঘটেছে। আমি কর্ণাটকের শিবমোগা থেকে আমার স্বামী মঞ্জুনাথ এবং আমাদের ছেলে অভিজেয়ার সাথে এখানে এসেছিলাম।

তিনি বলেন, আমি লক্ষ্য করলাম আক্রমণকারী তিন থেকে চারজন ছিল।

আমার স্বামী নিহত হওয়ার পর আমি একজন সন্ত্রাসীর মুখোমুখি হয়ে বললাম, মেরে পাটি কো মারা হ্যায় না, মুঝে ভি মারো (তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ, আমাকেও মেরে ফেলো)। আমার ছেলেও তার মুখোমুখি হয়ে বলল, কুত্তে, মেরে বাবা কো মারা, হামে ভি মার দালো (কুকুর, তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, আমাদেরও মেরে ফেলো)।

পল্লবী বলেন, সন্ত্রাসী উত্তর দিল- নাহিন মারেঙ্গে। তুম মোদি কো জাকে বোলো(আমি তোমাকে মারব না। মোদিকে গিয়ে বলো)।

দৃশ্যটি আরও বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা আমাদের সামনেই ছিল। তারা সেনাবাহিনীর পোশাকে ছিল না। প্রায় সব পুরুষকেই লক্ষ্যবস্তু করে গুলি করছিল তারা। অনেক নববিবাহিত দম্পতি ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই কেবল স্বামীদের উপর আক্রমণ করা হয়েছিল। নারী এবং অন্যরা বেঁচে গিয়েছিলেন।

এর মধ্যে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। জয়সোয়াল বলেন, ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিয়ানমারে স্কুলে জান্তা হামলা, শিশুসহ নিহত হয়েছে ২২ জন

সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের একটি স্কুলে ২০ জন শিশু ও দুই শিক্ষকসহ মোট ২২ জন নিহত হয়েছেন।  বিদ্রোহীদের সঙ্গে ভূমিকম্পের কারণে...

জাতিসংঘের সতর্কবার্তা, দুর্ভিক্ষের চূড়ান্ত সীমায় গাজা

ক্রমেই তীব্রতর হচ্ছে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা । জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি অবরোধে বিপর্যস্ত গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে অনাহারের...

Related Articles

পিএসএলে খেলবেন সাকিব!

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের...

বন্যা মোকাবিলায় বিশ্বব্যাংক ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশকে। 

বাংলাদেশকে, ২০২৪ সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কৃষি ও জীবিকায় পুনরুদ্ধার এবং...

‘পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র...

পাকিস্তান ১৩ লাখ আফগান শরণার্থীকে দেশে পাঠিয়েছে

২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া নির্বাসন অভিযানে পাকিস্তান সরকার এখন পর্যন্ত প্রায়...