চীনের সুপ্রিম পিপল প্রসিকিউটরেট দুর্নীতিবিরোধী সাবেক সরকারি এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে । তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত।
দেশজুড়ে পরিচালিত দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানান।
ওই কর্মকর্তার নাম লি গ্যাং। এর আগে, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সংগঠন বিভাগের শৃঙ্খলা তদারকি ও নজরদারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এই বিভাগ মূলত মানবসম্পদ শাখার মতো কাজ করে এবং পার্টির সদস্যদের দায়িত্ব বণ্টন করে।
সম্প্রতি চীন দুর্নীতির অভিযোগে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
গত বছর সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা ও দেশটির সবচেয়ে বড় তেল ও গ্যাস কোম্পানির সাবেক এক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে।
শি জিনপিং ( চীনের প্রেসিডেন্ট ) দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন। গত জানুয়ারিতে দেশের দুর্নীতিবিরোধী সংস্থার এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, চীনে দুর্নীতি এখনও ব্যাপক এবং এর মাত্রা আরও বাড়ছে।
Leave a comment