Home জাতীয় শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
জাতীয়রাজনীতি

শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

Share
Share

নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে।

একটি চিঠির মাধ্যমে তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়।

নথিপত্র অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে ভিআইপিদের এনআইডি তাদের দিক থেকেই লক করার জন্য বলেন। সাবেক রাষ্ট্রপতি নিজেই লক করার জন্য বলতেন, যেন কেউ মিসইউজ করতে না পারে। যখন প্রয়োজন হয়, তখন আবার লক ছাড়ানো হয়। তিনি বলেন, এনআইডি লক হলে ভোট দিতে বা প্রার্থী হতে কোনো অসুবিধা নেই।

ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হলো।

যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টাঙ্গাইলে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি।

গতকাল বুধবার টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১০টায় উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে...

তুরস্কে শান্তি আলোচনায় জেলেনস্কির সঙ্গে থাকবেন না পুতিন।

বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। তবে শান্তি আলোচনায় থাকছেন...

Related Articles

আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে চাঙ্গা হয়েছে এনসিপি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকে ঘিরে সংগঠনগত নবজাগরণে মেতে উঠেছে জাতীয় নাগরিক পার্টি...

অন্তর্বর্তী সরকার নয়, সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকারই: তারেক রহমান

ঢাকা, ১৮ মে — গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ চালু বা...

টাঙ্গাইলে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে...

করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার – তারেক রহমান

করিডর বা বন্দরের বিষয়ে বর্তমান সরকার নয়, জনগণের নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে...