পুলিশ লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ৪ জন প্রতিনিধিসহ ৬ জন নেতাকে গ্রেফতার করেছে । শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রোববার (২০ এপ্রিল) দুপুরে তাদের জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকনসহ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী।
এছাড়াও একই দিন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ আওয়ামী লীগের আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও ৪ শিক্ষার্থী হত্যার মামলায় সদর থানা এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সবাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a comment