
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কখনোই ইসরায়েলকে পছন্দ করতেন না—এমনটাই দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। তিনি জানিয়েছেন, রানি এলিজাবেথ ইসরায়েলি কর্মকর্তাদের কখনো বাকিংহাম প্যালেসে প্রবেশ করতে দিতেন না। তাঁর মতে, প্রত্যেক ইসরায়েলি হয় একজন সন্ত্রাসী, নয়তো সন্ত্রাসীর সন্তান।
রিভলিন আরও বলেন, রানির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বরাবরই ছিল জটিল। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক কোনো আয়োজনে অংশ নেওয়া ছাড়া বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কখনোই প্রবেশাধিকার পেত না।
রানি এলিজাবেথ সিংহাসনে ছিলেন ৭০ বছর। এই দীর্ঘ সময়ে তিনি ১২০টিরও বেশি দেশ ভ্রমণ করলেও কখনো ইসরায়েল সফরে যাননি। ১৯৪০–এর দশকে ব্রিটিশ শাসনের সময় ফিলিস্তিনে ইহুদি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিদ্রোহ ও সহিংসতার স্মৃতি হয়তো রানির মনোভাবকে প্রভাবিত করেছিল বলে ধারণা করা হয়।
রানির মৃত্যুর পর যুক্তরাজ্যের একটি প্রভাবশালী ইসরায়েলপন্থী সংগঠন দাবি করেছিল, রাজপরিবারের সদস্যদের ইসরায়েল সফরে যেতে নিষেধ করেছিল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও কেউ কেউ মনে করেন, রানি চাইলে নিজ ইচ্ছাতেই সেখানে যেতে পারতেন।
সব মিলিয়ে রানির জীবনে ইসরায়েলের প্রতি দূরত্ব ও শীতলতা ছিল অনেকটাই স্পষ্ট।
Leave a comment