ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসে ইসরায়েলি হামলায় নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। জাতিসংঘ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ১৮ মার্চ হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেওয়ার পর থেকে এই বাস্তুচ্যুতি ঘটেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা বন্ধ রেখে হামাসকে চাপে রাখাই এখন তাদের কৌশল। ফলে গত ছয় সপ্তাহ ধরে কোনো ত্রাণসামগ্রী গাজায় ঢুকতে পারছে না। এটি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মানবিক অবরোধ।
গাজায় হামলা ও দমন–পীড়নও বেড়েছে। প্রতিদিনই চালানো হচ্ছে নতুন হামলা। গতকাল বুধবার সকালে একটি ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা, গাজার চিকিৎসা সূত্রের বরাতে।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের যুদ্ধে গাজায় মোট ৫১ হাজার ২৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।
এই সংঘাত শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্রঃ আল জাজিরা
Leave a comment