Home আন্তর্জাতিক গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৫১ হাজার
আন্তর্জাতিক

গাজায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৫১ হাজার

Share
Share

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য মতে,ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণহানি ঘটেছে ৫১ হাজার ।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৩ জন নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে আরও হামলা ও হতাহতের খবর আসা অব্যাহত রয়েছে।

১৮ মাস আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন বলে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দিকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল “সরাসরি বোমাবর্ষণ” শুরু করার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস গাজায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোককে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে  ইসরায়েলের বর্বর এই হামলা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান শরীফ আর নেই

আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় শনিবার দিবাগত...

সবজির দাম ২৬ শতাংশ বেশি, বাজারে বাড়ছে ভোগান্তি

ঢাকার বাজারে আবারও চড়া সবজির দাম সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর আগস্ট মাসে...

Related Articles

ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে।...

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮

ভারতের উত্তর প্রদেশে তীর্থযাত্রীবাহী ট্রাক্টর-ট্রলিকে একটি ট্রাক ধাক্কা দিলে অন্তত ৮ জন...

ঘূর্ণিঝড় কাজিকি: ভিয়েতনামে অর্ধকোটি মানুষকে সরিয়ে নেয়ার নির্দেশ

ভয়াবহ শক্তি নিয়ে ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কাজিকি’। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি...

ঢাকায় জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর...