“গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচীর সাথে একাত্ববোধ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে প্রাণবন্ত বিক্ষোভ দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মাঝে তারা গাজার নিরীহ মানুষদের সমর্থনে বিভিন্ন স্লোগান ও দাবি তুলে ধরেন।
এ সময় তারা গাজার সমর্থনে বিভিন্ন স্লোগানে টিএসসি চত্বর মুখোরিত করে তোলেন।
শিক্ষার্থীরা বলেন, “যতক্ষণ না যুদ্ধবিরতির ঘোষণা না পাবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ছাড়বো না। তারপরও যদি আমাদেরকে ফিলিস্তিন মুক্তির সুসংবাদ না দেওয়া হয়, আমরা জানি কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়, কিভাবে সুসংবাদ আনতে হয়। বাংলাদেশের সরকারকে আহ্বান জানাবো, ‘বর্ডার খুলে দেন, আমরা ফিলিস্তিন যাবো। আমরা যুদ্ধ করবো।’
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জোরালো কণ্ঠে স্লোগান দেন,“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। বিশ্বের মুসলিম এক হও, এক হও।”
এই বিক্ষোভে শিক্ষার্থীরা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কার্যক্রমের সাথে একাত্ববোধ প্রকাশ করেছে। তারা দাবি করে, গাজার নিরীহ মানুষদের প্রতি চলা নিষ্ঠুরতা এবং বিশ্বব্যাপী মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ প্রয়োজন। তাদের দাবি অনুযায়ী, ফিলিস্তিন মুক্তির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে, তাদের আন্দোলন তীব্র প্রতিরূপ ধারণ করবে।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে উল্লেখ করেছেন যে, ফিলিস্তিন মুক্তির সুসংবাদ না মিলে ও বিশ্বমঞ্চে যদি মানবাধিকারের বাস্তব সমর্থন না দেখা যায়, তবে তারা অন্য কোনো উপায়ে সেই সাড়া ফিরিয়ে আনার প্রত্যয় রাখেন।
শিক্ষার্থীদের এই তীব্র ও উদ্দীপ্ত প্রতিবাদ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গণমাধ্যমের নজরে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকারের আন্দোলন গাজার পরিস্থিতি ও বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যাপক সমর্থন বৃদ্ধি করে দিতে পারে। তবে, একইসাথে দেশীয় নিরাপত্তা ও রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাও প্রকাশ পাচ্ছে।
Leave a comment