Home আন্তর্জাতিক গাজায় ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৭
আন্তর্জাতিক

গাজায় ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৭

Share
Share

এপির তথ্য অনুযায়ী, গাজায় খাদ্যসামগ্রী বিতরণ করা অবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় ৭ মানবাধিকার কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুই সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল।

শুক্রবার ইসরায়েলের চ্যানেল ১৪ এর বরাত দিয়ে সংবাদমাধ্যম টিআরটি এক প্রতিবেদনে জানায়, নাহাল ব্রিগেডের দুইজন কমান্ডারকে বরখাস্ত করেছেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হারজি হালেভি।

এছাড়াও ড্রোন হামলায় জড়িত থাকায় আরও তিনজনকে তিরস্কার করেছে। একজন অবসরপ্রাপ্ত আর্মি জেনারেলের অধীনে ঘটনার তদন্তের পর সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করা হয়।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্য মিত্র দেশগুলোও ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে চাপের সম্মুখীন হয়েছে । গাজায় অবস্থিত বেসামরিক ব্যক্তি ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।

অন্যদিকে সমালোচনা চলছে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা ও নীতিগত দিক নিয়েও ।  দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, এই ঘটনাটির জন্য আমরাই দায়ী। এটা একটা ট্র্যাজেডি। আমরা নিশ্চিত করব এই ঘটনার আর পুনরাবৃত্তি  হবে না।

গাজায় কাজ করা মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই অসহযোগিতামূলক ও অনিরাপদ পরিস্থিতিতে কাজ করে আসছেন বলে অভিযোগ করে আসছিল। তবে এই অভিযোগ এতদিন অস্বীকার করেছিল ইসরায়েল।

এ ঘটনার পর ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য গাজায় বেশ কিছু বর্ডার ক্রসিং উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে  ।

যুক্তরাজ্যভিত্তিক এনজিও অক্সফামের কর্মকর্তা স্কট পল বলেন, গাজায় ত্রাণ কর্মীদের হত্যা করার ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত।

এপর্যন্ত ইসরায়েল-হামাস যুদ্ধে ২২০ জন মানবাধিকার কর্মী নিহত হয়েছেন, জাতিসংঘের তথ্যমতে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণধর্ষণের ভিডিও ধারণ, রংপুরে গৃহবধূর আত্মহত্যা

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বিশু মিয়ার স্ত্রী, দুই সন্তানের জননী কাওছারা বেগম বাড়ির পাশে পাটশাক তুলতে গিয়ে গণধর্ষণের শিকার...

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত হয়েছে পাইলট

ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন একজন পাইলট । জাগুয়ার নামক যুদ্ধবিমানটির পাইলট ছিলেন নিহত ব্যক্তি। স্থানীয় সময় বুধবার (৯...

Related Articles

গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে সাড়ে ৬ লাখ শিশু

টানা ১০৩ দিনের ইসরায়েলি অবরোধে গাজা চরম মানবিক সংকটে পড়েছে । এর...

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত মার্কিন তরুণ

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক মার্কিন তরুণ...

আদমশুমারিতে মাতৃভাষা বাংলা লিখলেই বিদেশি চিহ্নিত করা হবে: হিমন্ত বিশ্বশর্মা

ভারতের আসাম রাজ্যের বাসিন্দারা আসন্ন আদমশুমারিতে মাতৃভাষা হিসেবে বাংলা লিখলে তাঁদের ‘বিদেশি’...

গাজায় ছয় সপ্তাহে ত্রাণ নিতে আসা ৭৯৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল

গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে গত ছয় সপ্তাহে অন্তত...