Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘জিহাদের’ আহ্বান
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘জিহাদের’ আহ্বান

Share
Share

১৭ মাস ধরে অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বিশ্বজুড়ে মুসলিমদের উদ্দেশে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে একটি ব্যতিক্রমধর্মী ফতোয়া জারি করেছেন বিশ্বের প্রখ্যাত ১৫ জন মুসলিম ধর্মীয় নেতা। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের বিরুদ্ধে শুধু নিন্দা নয়, বরং সক্রিয় ও সংগঠিত প্রতিরোধ এখন জরুরি হয়ে উঠেছে।
এই ফতোয়ার মূল উদ্দোক্তা ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের (IUAMS) মহাসচিব আলী আল-কারদাঘি। গতকাল জারি করা ফতোয়ায় তিনি বলেন, “ইসরায়েলের এই বর্বর ও গণহত্যামূলক আক্রমণ বন্ধে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অবিলম্বে হস্তক্ষেপ করা মুসলিম দেশগুলোর জন্য একটি দায়িত্ব।”
কারদাঘি আরও বলেন, যদি আরব ও মুসলিম সরকারগুলো গাজার এই নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়, তবে ইসলামী শরিয়াহ অনুযায়ী তা ফিলিস্তিনিদের প্রতি এক গভীর অন্যায় হিসেবে বিবেচিত হবে।
এই ১৫ দফা ফতোয়ায় বিশেষভাবে উল্লেখ করা হয়, কোনোভাবেই ইসরায়েলকে অস্ত্র, রসদ, পরিবহন বা কৌশলগত সহায়তা দেওয়া ইসলামসম্মত নয়। তিনি বলেন, ইসরায়েল হচ্ছে এক কাফের দখলদার রাষ্ট্র, যারা গাজার মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। তাদেরকে সমর্থন করা, এমনকি কোনোরকম পরিবহন সহায়তা দেওয়া হারাম।
বিশ্বের অন্যতম সম্মানিত ধর্মীয় চিন্তাবিদ কারদাঘির এই ফতোয়া শুধু IUAMS-এর পক্ষ থেকেই নয়, বরং এতে আরও ১৪ জন প্রভাবশালী মুসলিম পণ্ডিতের সমর্থন যুক্ত হয়েছে। তারা মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের সঙ্গে থাকা শান্তিচুক্তিগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
ফতোয়ায় যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করেন—বিশেষ করে আগ্রাসন থামানো ও গাজায় শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে।
কারদাঘি বলেন, আমরা গাজার ভাইদের পাশে দাঁড়াতে, এবং দখলদারদের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রপথে প্রতিরোধ গড়ে তুলতে এই ফতোয়া জারি করেছি।
এই ধর্মীয় ফতোয়া আন্তর্জাতিকভাবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া প্রকাশের এক প্রতীকী মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও ফতোয়া বাধ্যতামূলক নয়, তবুও এর নৈতিক ও রাজনৈতিক তাৎপর্য প্রবল। এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এবং মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ প্রতিবাদের বার্তা হিসেবে দেখা যাচ্ছে।
এই প্রসঙ্গে প্রশ্ন উঠে এসেছে—বিশ্ব নেতৃত্ব কি এবার গাজার পক্ষে কার্যকর পদক্ষেপ নেবে, নাকি আগের মতোই শুধু বিবৃতি দিয়েই ক্ষান্ত হবে?

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পঞ্চগড়ের করতোয়ায় গোসলে নেমে মৃত্যু হয়েছে ব্যবসায়ীর

পঞ্চগড়ের সদর উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে মাসুম আল মামুন (৪২) নামে এক ব্যবসায়ীর। উপজেলার পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় রোববার...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৮২ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন আরও ৮২ ফিলিস্তিনি। এদের মধ্যে গাজা সিটিতেই ৩৯ জন প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (৬...

Related Articles

ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও শতাধিক

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন চলছেই। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে নিহত হয়েছেন...

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা

উত্তর গাজায় একটি রোডসাইড বোমা বিস্ফোরণে নিহত হয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) ৫...

নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

কুমিল্লা সীমান্তে জব্দ করা হয়েছে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার সীমান্ত এলাকা থেকে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৪৭...