Home আন্তর্জাতিক বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত।
আন্তর্জাতিক

বিএসএফের রাবার বুলেটে ভারতীয় নিহত।

Share
Share

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের রাবার বুলেটে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক ভারতীয় চোরাকারবারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার গোরকমন্ডল সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। এ ছাড়া বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি।

সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয় ০৩ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন। পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহত ভারতীয় চোরাকারবারীর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নিহতের নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেল, বিজিবির তথ্য মতে।

সীমান্তবাসীরা জানান, বৃহস্পতিবার ভোরে একদল ভারতীয় চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে চোরাই মাল নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় চোরাকারবারী দলের জাহানুর রাবার বুলেটের স্প্রিন্টবিদ্ধ হয়ে পাশের একটি জলাশয়ে পড়ে যান। পরে জাহানুরের মরদেহ উদ্ধার করে বিএসএফ। এ সময় গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল ভারতীয় চোরাকারবারী টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্নরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট ছুড়লে এক ভারতীয় নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তারপরও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০২৫ সালে আসছে ইলন মাস্কের ‘Tesla Pi Phone’ পৃথিবী থেকে মঙ্গলে হবে যোগাযোগ ,কতটুকু সত্য?

বিশ্বখ্যাত টেক উদ্যোক্তা ইলন মাস্ক আবারও প্রস্তুত বিশ্বের প্রযুক্তি অঙ্গনে আলোড়ন তুলতে। গুঞ্জন উঠেছে, ২০২৫ সালেই বাজারে আসছে তার স্বপ্নের স্মার্টফোন ‘Tesla Pi...

কার্টনে পাওয়া মরদেহের টুকরোগুলো সাভারের সবুজ মোল্লার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি স্কুলের পাশে এবং ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকায় কার্টনের মধ্যে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত...

Related Articles

গাজায় ইসরায়েলি মিসাইলের আঘাতে মানুষ উড়ছে আকাশে! 

জ্বলছে,  পুড়ছে, নিঃশ্বেষ হয়ে যাচ্ছে গাজা । প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন...

আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় এতিমখানার নাম গাজা

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, দখলদার ইসরাইলের নৃশংস আগ্রাসনে অবরুদ্ধ গাজায় ব্যাপকসংখ্যক...

ব্রিটিশ দুই আইনপ্রণেতাকে আটক করল ইসরায়েল

ইসরায়েল যুক্তরাজ্যের আইনসভার দুই সদস্যকে আটক করেছে ।ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধিদলের অংশ...

ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক আলোচনায় থাকছে যেসব বিষয়

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী...