মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ নীতির আওতায় শতাধিক দেশের পণ্যে উচ্চ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন, যার বড় প্রভাব পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর। কারণ এই অঞ্চলের দেশগুলোর প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এমনিতেই নানা অর্থনৈতিক চাপে রয়েছে। নতুন শুল্ক আরোপের ফলে এসব দেশের রপ্তানি সংকুচিত হতে পারে এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পোশাকের ওপর শুল্কহার ১৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে ৭৩৪ কোটি ডলার ছিল পোশাক খাতের। অতিরিক্ত শুল্কের ফলে এই খাতের প্রতিযোগিতা কমে যেতে পারে এবং অনেক কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।
শ্রীলঙ্কার ওপর সবচেয়ে বেশি ৪৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা দেশটির অর্থনৈতিক সংকটকে আরও গভীর করতে পারে। মিয়ানমার, ভারত ও অন্যান্য দেশগুলোর ওপরও নতুন শুল্কের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সরকার এ পরিস্থিতি মোকাবিলায় আমদানি শুল্ক পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে, যাতে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের সম্ভাবনা দেখা দেয়। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে কূটনৈতিক সমাধানের পথও খোঁজা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি মূলত যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হলেও এটি দক্ষিণ এশিয়াসহ বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
পুলিশ টাঙ্গাইলের সখিপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, সকালে ভুক্তভোগী গৃহবধূ...
ByDesk ReportJuly 15, 2025গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে সোমবার (১৪ জুলাই) সকালে...
ByDesk ReportJuly 15, 2025গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান...
ByDesk ReportJuly 16, 2025সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের...
ByDesk ReportJuly 16, 2025ভারতের বেঙ্গালুরুতে এক কলেজশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে পুলিশ নরেন্দ্র, সন্দ্বীপ,...
ByDesk ReportJuly 16, 2025যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফল রিভার শহরে ‘গ্যাব্রিয়েল হাউস অ্যাসিস্টেড লিভিং’ নামে একটি...
ByDesk ReportJuly 16, 2025Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment