পবিত্র রমজানের শেষ জুমার রাতে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত খতমে তারাবিহ নামাজে ৪১ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন। এশা ও তারাবিহ নামাজে একত্রে পবিত্র কোরআন তিলাওয়াতের সমাপ্তি উপলক্ষে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ ইবাদতে শরিক হন।
সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, শুক্রবার রাতে এশা ও তারাবিহ নামাজে ৩৪ লাখের বেশি মুসল্লি অংশ নেন। তাঁদের সঙ্গে আরও ৬ লাখ ৪৬ হাজার ৬০০ ওমরাহ পালনকারী ইবাদতে শরিক হন।
মুসল্লিদের সুবিধার্থে প্রায় ২৮ হাজার ২০০ জনকে ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা দেওয়া হয় এবং ১ লাখ ৩৫ হাজার ৬০০ জন অবস্থান নির্দেশক সেবা গ্রহণ করেন। পাশাপাশি ৪২ হাজারের বেশি জমজমের পানির বোতল বিতরণ করা হয় এবং ৭ লাখ ২ হাজার রোজাদারকে ইফতার পরিবেশন করা হয়।
খতমে কোরআনে অংশ নিতে শুক্রবার ভোর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদুল হারামে আসতে থাকেন। দ্রুতই মসজিদের প্রতিটি করিডর, প্রাঙ্গণ ও মাতাফ এলাকা পূর্ণ হয়ে যায়। এবারের রমজান মাসের শেষ জুমার রাত মক্কায় এক অনন্য ধর্মীয় আবহ তৈরি করে, যেখানে বিশ্বজুড়ে মুসলমানদের মিলনমেলা ঘটে পবিত্র এই ইবাদতের মাধ্যমে।
Leave a comment