Home আন্তর্জাতিক নিলামে ৩৪,৩৭৫ ডলারে বিক্রি হলো টুইটারের বিখ্যাত নীল পাখির লোগো
আন্তর্জাতিক

নিলামে ৩৪,৩৭৫ ডলারে বিক্রি হলো টুইটারের বিখ্যাত নীল পাখির লোগো

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিখ্যাত নীল পাখির লোগো নিলামে বিক্রি হয়েছে ৩৪,৩৭৫ মার্কিন ডলারে। ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর টুইটারের নাম বদলে এক্স করা হয়, আর তার সঙ্গে পরিবর্তন আসে লোগোতেও। মাস্কের সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিন ধরে সানফ্রান্সিসকোর প্রধান কার্যালয়ে আলোকিত থাকা সেই নীল পাখির লোগো সরিয়ে ফেলা হয়। এবার সেটি নিলামে তোলা হলে প্রায় ৩৪ হাজার ডলারে বিক্রি হয় বলে জানিয়েছে সিএনবিসি।
টুইটারের লোগোতে থাকা বিখ্যাত নীল পাখিটির নাম ছিল ‘ল্যারি’, যা কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ল্যারি জো বার্ডের নামে নামকরণ করা হয়েছিল। বিশালাকৃতির এই লোগোর ওজন ছিল ২৫৪ কেজি, উচ্চতা ১২ ফুট এবং প্রস্থ ৯ ফুট। নিলামটি পরিচালনা করেছে আরআর অকশন নামের প্রতিষ্ঠান, যারা দুর্লভ ও ঐতিহাসিক জিনিসপত্র নিলামে তোলার জন্য পরিচিত। যদিও নিলামের আয়োজকরা বলছেন, টুইটারের এই বিখ্যাত লোগোর জন্য যতটা দাম আশা করা হয়েছিল, নিলামে সেটি কিছুটা কম উঠেছে। তবে এটি কে কিনেছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইলন মাস্ক ২০২২ সালের অক্টোবরে ৪,৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন এবং তার পর থেকেই প্রতিষ্ঠানটির নীতিতে ব্যাপক পরিবর্তন আনেন। বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই, অফিসের সজ্জায় পরিবর্তন, এমনকি টুইটার সম্পর্কিত বিভিন্ন সামগ্রী নিলামে তোলার মধ্য দিয়ে মাস্ক নতুনভাবে সামাজিক যোগাযোগমাধ্যমটি পুনর্গঠনের চেষ্টা করছেন। টুইটারের অফিস থেকে নীল পাখির লোগো সরিয়ে এখন কালো রঙের ইংরেজি ‘X’ অক্ষরের লোগো স্থাপন করা হয়েছে, যা নতুন ব্র্যান্ডিংয়ের অংশ। এর আগে মাস্ক টুইটারের অফিসের আসবাব ও রান্নাঘরের সরঞ্জামও নিলামে তুলেছিলেন।
টুইটারের নীল পাখির লোগো ছিল প্রতিষ্ঠানটির অন্যতম প্রতীক, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে সহজেই পরিচিত ছিল। তবে মাস্কের সিদ্ধান্ত অনুযায়ী, ব্র্যান্ড পরিবর্তনের অংশ হিসেবে টুইটারের ঐতিহ্যবাহী প্রতীকটিও বিদায় নিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মা বাইরে কাজে ব্যস্ত,আগুনে পুড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছোঁয়া খাতুন।...

মাত্র ৫ মাসে কোরআন হেফজ করেছে ৯ বছরের নুসরাত

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছর বয়সী নুসরাত জাহান...

Related Articles

আমাদের নেতার দিকে হাত বাড়ালে তা কেটে ফেলা হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩৯

স্পেনের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে...

গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার...

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের দগ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।...