Home জাতীয় “১০০ গাড়ির ক্যাম্পেইনের পেছনের উদ্দেশ্য আমরা ভালো জানি” – মির্জা ফখরুল
জাতীয়

“১০০ গাড়ির ক্যাম্পেইনের পেছনের উদ্দেশ্য আমরা ভালো জানি” – মির্জা ফখরুল

Share
Share

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ( বিএনপি মহাসচিব ) বলেছেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনী প্রচারাভিযান) করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি।

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে  এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গত সোমবার  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম  ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান।   সৈয়দপুর থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। তার এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে। অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। জনগণ যাতে বিএনপিকে ভালো বলে-এমন কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বলেন, দেশে এমন সংকট তৈরি হয়েছে যে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা তারা কোনোমতেই মেনে নিতে পারেন না। এ প্রসঙ্গে ফখরুল ইসলাম বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।

মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছে। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি পক্ষে-বিপক্ষে। আমরা বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। এটি নিয়ে আজ ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে।

আমরা খুব পরিষ্কার করে বলেছি- জোর দিয়ে বলেছি যে, নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ নির্বাচনের মধ্যদিয়েই আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে, সেটা হচ্ছে এ টু জেড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে, আর কোনো সিস্টেম আছে যে সিস্টেমে জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেন এই প্রক্রিয়া (নির্বাচন) পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কারও সাহায্য করা যায়, দেশে একটা অনৈরাজ্য সৃষ্টি করা যায়, সেই কাজগুলো শুরু হয়েছে ,মির্জা ফখরুল বলেন ।

তিনি বলেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন- আমি বলি, ‘কুতুব’ আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

ফখরুল ইসলাম বলেন, আমরা অবশ্যই ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন- তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সব সময় জানাই। আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। সেই আন্দোলনেরও আমাদেরও প্রায় ৮শ’র মতো ছাত্র-যুবক তারা শহীদ হয়েছেন। ১৫ বছর আমরা লড়াই করেছি, আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ছেলেরা এখনো তারা মোটরসাইকেল চালায়, হকারি করে। এরপরেও আমাদেরকে শুনতে হয় যে, বিএনপি কী করেছে? বিএনপিই তো আন্দোলন শুরু করেছে, বিএনপিই তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে।

 

প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই, অতি দ্রুত নির্বাচনের দিন-তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যেকোনো রকমের ষড়যন্ত্র ঠিকতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস- জনগণই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের আইনশৃঙ্খলার স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং বর্তমান যে সরকার এই সরকারের স্বার্থে আমরা আজকে স্বাধীনতা দিবসে আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, অনতিবিলম্বে কোনো ধরনের উসিলা, কারও কোনো আবদার এইগুলোর দিকে আপনারা লক্ষ্য না করে নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করুন ।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনের গণতন্ত্র, জনগণের মালিকানা, জনগণের ভোটাধিকার, জনগণের বাকস্বাধীনতা, জনগণের মানবাধিকার সব কিছু আবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আমরা জানি যে, আগে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতা দখল করার জন্য যে প্রক্রিয়াগুলো বিভিন্ন স্বৈরাচাররা গ্রহণ করেছে, আমরা তো ভেবে ছিলাম আমরা সেখান থেকে মুক্ত হয়ে গেছি এবং একটা মুক্ত পরিবেশে দেশের মানুষ তার মালিকানা ভোগ করবে, একটি মুক্ত নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে সেটা আজকে বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের এখন সতর্ক থাকতে হবে।

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈদযাত্রা: দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের প্রস্তুতিতে সরগরম সারাদেশ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। গত দুই দিনে (২৮...

চাঁদপুরে জেলে পরিবারে নেই ঈদের আমেজ

  ৯ হাজার জেলে পরিবার অলস সময় কাটাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তরে । মুসলমান জেলেদের মাঝেও নেই ঈদের আমেজ। মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা...

Related Articles

বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নি’হত হয়েছে

বগুড়ার শেরপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত...

বিএনপি নেতাকর্মীদের সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি নেতাকর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়...

বংশালে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণ, দ’গ্ধ  ৬ জন

  রাজধানীর পুরান ঢাকার পাকিস্তান মাঠ সংলগ্ন ফুটপাতের একটি দোকানে গ্যাস লিকেজ...

“এবার ছেলে নেই, অন্তরে অনেক দুঃখ”- আবু সাঈদের বাবা

এবারের ঈদ উদযাপনে আবু সাঈদের পরিবার একটি অপ্রত্যাশিত শোকের সম্মুখীন হয়েছে। প্রিয়...